মতুয়া দর্শন
শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সমাজ
মতুয়া মত সত্য পথ

হরিবল নাকি হরিবোল

হরিবল নাকি হরিবোল

কবিয়াল অসীম সরকারের বিশ্লেষণে দেখে নেওয়া যাক।

ব্রহ্মের আদি উচ্চারিত শব্দ হচ্ছে ওম (ওঁ)
এর আগে কোন শব্দ এই মহাবিশ্বে উচ্চারণ হয় নাই। একে বলে নাদ, নাদোধ্যম। 
“হরিবোল” বললে আর কিচ্ছু বলা লাগে না। এর মধ্যে ওঁ আছে, কামবীজও আছে। 
কাম বীজের মধ্যে ৫ টা অলংকার আছে। কি? ক, ল, ই, নাদ, বিন্দু। 
এই পাঁচটি ক্ষিতি অপ তেজ মরুত ব্যোম এর বীজ।

এই পাঁচটা অলংকার আছে। আকাশ বাতাস আগুন জল মাটি। এর পাঁচটা আলাদা বীজ আছে। হং যং রং বং লং। এই ‘হরিবোল’ টা আসল কোথা থেকে। হং যং রং বং লং এইটা যখনই আমরা বাংলায় নিয়ে আসলাম তখন ং উঠে গেল। হ য র ব ল।
অন্তঃস্থ য। ঐ ওঁ এর বিন্দু এনে অন্তঃস্থ য এর তলায় লাগানো হল। এইবার কি হল? হ য় র ব ল। য় কে স্ত্রীয়াং ইফ প্রত্যায় করিলে কি হয়? ি (ই) কার হয়। তাহলে কি হল? হ ি র ব ল। অন্তঃস্থ আর থাকল না। স্ত্রীয়াং ইফ প্রত্যায় করে হ রি ব ল। বীজ হচ্ছে হরিবোল (হ রি বো ল)। তাহলে হরিবোল কি করে তৈরি হচ্ছে? যেটা হচ্ছে হ য র ব ল। আর ঐ কাম বীজে কি? আমি আগে বলেছি। ক ল ই নাদ বিন্দু। ক ল ই নাদ বিন্দু- হং যং রং বং লং। অর্থ কিন্তু এক। খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা কি কি পাচ্ছি? ওঁ এর বিন্দু পেয়েছি। আর কাম বীজের যে পাঁচটা বীজ, তাও পেয়েছি। হং যং রং বং লং এর মধ্যে হ য় র ব ল। এইবার ওঁ এর যে আর তিনটা বীজ আছে। অ উ আর ম। অ হচ্ছে সৃষ্টি, উ হচ্ছে স্থিতি আর ম হচ্ছে লয়, ধ্বংসের বীজ। মতুয়াদের ধ্বংসের বীজ নাই। তার মানে যে খাটি মতুয়া হবে, সে সৃষ্টি ছাড়া এক বিন্দুও পাত করতে পারবে না। (সৃষ্টি ছাড়া পাত করলে) তাহলে সে মতুয়া হবে না। তাইতি আচার মালাই থাকুক আর যাই থাকুক। ইহাই তত্ত্ব। সৃষ্টি ব্যতিরেকে তোমার পিতৃধন ধরে রাখতে হবে। দশটা সন্তান হোক, আপত্তি নেই। তাছাড়া যেন তোমার পিতৃধন নষ্ট না হয়। ইহাই প্রকৃত ব্রজ তত্ত্ব, ইহাই প্রকৃত মতুয়া তত্ত্ব। এই জন্য বাবা, খুঁজলে প্রকৃত বৈষ্ণব, প্রকৃত মতুয়া খুব কমই পাওয়া যায়। একদম খাটি খাটি তত্ত্বের ঘরে গিয়ে......। বাবা, পরশমণি শোনা যায়, কয়খান দ্যাখছেন? ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট শোনা যায়, কয়জন পায়? তাহলে ম বীজ বাদ। দুই বীজ থাকল। সৃষ্টি স্থিতি। এইজন্য মতুয়াদের সৃষ্টি আছে। অ+উ; কি হয় বাবা? বা অ আর উ যোগ করলে কি হয়? ো (ও) হয়। অ+উ; স্বরে অ যোগ হ্রস উ = ো (ও)। ঐ ো কার এনে ব এর সঙ্গে লাগানো হল। তাহলে হ রি বো ল। হরিবোল। হরিবোল। হরিবোল বললে ওঁ জপা লাগে না, কাম বীজ জপা লাগে না। কোন মন্ত্র লাগে না। (লিংকের ভিডিওতে প্রথম থেকে ৭/৮ মিনিট মনোযোগ সহকারে শুনুন।)
youtu.be/WHxaxMvseTM


শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুরের আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন। হরিবোল।
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free