মতুয়া দর্শন
শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সমাজ
মতুয়া মত সত্য পথ

মহা-মহাপ্রভুর দশম আজ্ঞাঃ (গদ্য)

মহা-মহাপ্রভুর দশম আজ্ঞাঃ

ঘরে ঘরে শ্রীহরি মন্দির প্রতিষ্ঠা কর।

শ্রীহরি মন্দির কি? একখানা ঘর। ইহা কি বসতি ঘর? না। শ্রীহরির নামে সংকল্পিত ঘর। অর্থাৎ উপাসনা মন্দির। যেমন খ্রীষ্টানদের "গীর্জাঘর", মুসলমানদের "মসজিদ", ব্রাহ্মদের "উপাসনা মন্দির" (ব্রাহ্ম সমাজবাড়ী) ইহাও তাই। এই ঘরে কি আছে? ঠাকুর আছেন। শ্রীশ্রী হরিচাদেঁর প্রতিমূর্তি আছে, শ্রীশ্রী হরিলীলামৃত গ্রন্থ আছে। শ্রীহরিচাঁদ নামাবলী আছে, ধূপ আছে,দ্বীপ আছে, শঙ্খ, ঘণ্টা আছে, আম্র পত্র শোভিত জলপূর্ণ ঘট আছে। শ্রীশ্রী হরিঠাকুরের আসন আছে। নিত্য নৈমিত্তিক মন্দিরে যথাসাধ্য মিষ্ট দিয়া ভোগ দাও, বা ফলাদি দ্বারা ভোগ দাও, ভোগের সময় শঙ্খ ঘণ্টা বাজাইয়া দ্বীপ জালাইয়া ধূপ পোড়াইয়া চামর ব্যাজন করিয়া বামারসনা প্রসুতা হুলুধ্বনি দাও, আর শ্রীহরিনাম সংকীর্তন কর। খোল, করতাল, ঢাক, ঢোল, ডয়ডঙ্কা কাশ বাজাইয়া জগৎ নামময় কর। আর ত্রি সন্ধ্যা দণ্ডবৎ কর। এই ঘরের নাম কি? শ্রীশ্রীধাম ওড়াকান্দির মহা-মহাপ্রভুর "শ্রীহরি মন্দির"। এই ঘর বাঁধিবার উদ্দেশ্য কি? প্রাতেঃ উঠিয়া শ্রীশ্রীহরি প্রতিমূর্তি দর্শন করিয়া প্রণাম করিবার জন্য।

শ্রীহরি পূজার বিধান কি? যথাসাধ্য উপাচারে, অভাবে নয়নজলে আর মনোফুলে। কিন্তু সাধ্য উপাচার অপেক্ষা নাম সংকীর্তনে তিনি সর্বাধিক সন্তুষ্ট হন। পূজার মন্ত্র কি? পূজার মহামন্ত্র শ্রীহরি মন্ত্র। শ্রীহরিশ্চন্দ্রায় নমঃ ইত্যাদি যাহাকে পূজা করিবে অঞ্জলি দিতে হইবে তাহার নাম উচ্চারণ করতঃ স্বভক্তি পূজাঞ্জলি দান, বা উপভোগ্য দান। পূজার এই মহামন্ত্র।

(বিঃদ্রঃ শ্রীহরি মন্দির শ্রীশ্রীধাম ওড়াকান্দির শ্রীশ্রীহরি মন্দিরের অনুরূপ তৈরী করা উচিৎ।)


 
শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুরের আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন। হরিবোল।
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free