মতুয়া দর্শন
শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সমাজ
মতুয়া মত সত্য পথ

মহা-মহাপ্রভু হরিচাদেঁর একাদশ আজ্ঞাঃ (পদ্য)

মহা-মহাপ্রভু হরিচাদেঁর একাদশ আজ্ঞাঃ

প্রতি দিবসেতে, হরি প্রেমে মেতে, প্রার্থনা করিও সবে।

এই বিশ্ব ভূমণ্ডল যাহার ইচ্ছায়, 
সৃষ্ট হয়, চলিতেছে যার মহিমায়, 
কেবা সেই বিশ্বপিতা, কী নাম তাহার?
কোন গুণে সকলেরে দিলেন আহার।
বিশ্ব হিতকারী সেই করুণা নিধান।
সর্বকালে সর্বারাধ্য, সর্ব শক্তিমান।
দশ দিশে সৃষ্টি তার অসীম উদার,
মহিমা বলিবে কেবা, সাধ্য আছে কার!
সকলের শুভাশভ যাহার বিধান!
স্মরিবে তাহারে নিত্য হয়ে ভক্তিমান।
প্রতিদিন সকলের কল্যাণের তরে,
বিনীত প্রার্থনা কর পবিত্র অন্তরে।
প্রতিদিন প্রতিকাজে শ্রীহরি স্মরণে,
অযুত শকতি হবে করমে মননে।।
স্বীয় পাপ হেতু, ক্ষমা করিও কামনা,
প্রেমময় বিশ্বপিতা, পুরাবে বাসনা।।

বিনীত প্রার্থনা হবে, হরি গুণগানে,
নিত্য যেন ধায় চিত্ত, শুধু তার পানে।।
বিধাতার প্রিয় কাজে যেন মতি রয়।
প্রতিবেশী সবে যেন মোর প্রিয় হয়।।
পরনারী মাতৃসমা যেন করি জ্ঞান, 
মনে মুখে সত্য কথা যেন দেই স্থান।
মাতৃ পিতৃ পদে মোর ভক্তি সদা রহে,
ষড়রিপু বশে যেন চিত্ত নাহি দহে।।
কাম, ক্রোধ, লোভ, মোহ যেন দূর করি,
মনে প্রাণে যেন বেশ ধরিগো সাধুরি।
অপরের ধর্ম নিন্দা যেন নাহি করি,
জীবে প্রেম সার তত্ত্ব যেন হৃদে ধরি।
জাতি বর্ণ ভেদ জ্ঞান যেন দূরে রয়,
সকলেরে ভালবাসী ওগো প্রেমময়।
বিভেদ বিদ্বেষ বিষ, যেন হয় নাশ,
মহাপ্রেম বার্তা প্রভু করো গো প্রকাশ।
মনে মুখে যেন গাহি হরিগুণগান।
হৃদয় মন্দিরে হরি কর অবস্থান।
কামনা জানাই হরি তব সন্নিধানে,
নিত্য যেন ডুবে থাকি তব গুণগানে।
শান্তি মাতা সঙ্গে করি ভকত হৃদয়,
নিজগুণে বিকশিত করো কৃপাময়।
চিরবন্ধু, বিশ্বনাথ! সর্বজন গতি।
ভক্তিভরে তব পদে জানাই প্রণতি।।

বিশ্ববাসী সবে যেন প্রেমানন্দে রয়।
হে হরি! করুণা সিন্ধু, জয় তব জয়।।


 
শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুরের আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন। হরিবোল।
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free