জিজ্ঞাসা-২
শ্রীশ্রীহরিলীলামৃতের মঙ্গলাচরণের দুটি লাইন,
'সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখি।
বর্তমান দারুব্রহ্ম অবতার কল্কি।।'
এই দু লাইনের কি অর্থ হতে পারে?
দারুব্রহ্ম অর্থাৎ জগন্নাথদেব। কিন্তু জগন্নাথ দেবই কি কল্কি অবতার?
বর্তমান দারুব্রহ্ম অবতার কল্কি।
এই লাইনের গুঢ়ার্থ যদি মতুয়া বোদ্ধারা একটু বুঝিয়ে দেন, তবে উপকৃত হব।
হরিবোল হরিবোল হরিবোল হরিবোল