মতুয়া দর্শন
শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সমাজ
মতুয়া মত সত্য পথ

মহা-মহাপ্রভু হরিচাদেঁর নবম আজ্ঞাঃ (পদ্য)

মহা-মহাপ্রভু হরিচাদেঁর নবম আজ্ঞাঃ

কাজ করো হাতে, হরিনাম সাথে, মুখে জপো সবে আজ।

মনে মুখে হরিনাম, জপো সবে অবিরাম, স্বীয় কর্ম করো সেই সাথে।
হরিনামে হলে রুচি, দেহ মন হবে শুচি, সৎকর্ম হবে শুচি হাতে।।
যার মনে সদা হরি, দেবগণে লয় বরি', চিত্ত শুদ্ধি ঘটে যে তাহার।
শুদ্ধ মনে যাহা করে, বরণীয় হয় পরে, মনে মুখে হরিনাম যার।।
মনে মুখে হরিনাম, যেবা জপে অবিরাম, মহাভাব মনে তার হয়।
নিঃশ্বাস প্রশ্বাসে হরি, শতবার জপ করি, দূর কর সবে মৃত্যু ভয়।।

গার্হস্থ্য প্রশস্ত ধর্ম, করিবে গৃহীর কর্ম, কৃষি, শিল্প অথবা বাণিজ্য ।
মন মতি যার শুদ্ধ, সেই ত প্রকৃত বুদ্ধ, গৃহ কর্মে রত থেকে নিজ।।
সন্ন্যাসী, কি ব্রহ্মচারী, বানপ্রস্থী, কি ভিখারি, গৃহস্থের ধারে সবে যায় ।
গৃহ কর্ম করো হাতে, মুখে হরি বলো সাথে, ধর্মে কর্মে ক্ষতি নাহি তায়।।
দান, ধ্যান, পূজা, সেবা, গৃহী বিনে করে কেবা, সৎচিন্তা করো অনুধ্যান ।
জয় হরি বলি মুখে, গৃহস্থালি করো সুখে, হরিচাদঁ দিলেন বিধান।।
হাতে কাজ মুখে নাম, অবিরাম হরিনাম, সাধনে সে কাজ সিদ্ধ হয়।
সংসারে সংসারী সাজ, করো সদা সৎ কাজ, ধর্ম, কর্ম হবে সমন্বয় ।।

বিশ্লেষণঃ
শুন তবে সারমর্ম, করো সবে ধর্ম কর্ম, শুদ্ধ মনে হয়ে সদাচারী।
বিহনে গৃহীর কর্ম, কেমনে পালিবে ধর্ম, কর্ম শুন্য ধর্ম নহে ভারী।।
পুরাকালে এই দেশে, মুনি ঋষি গৃহী বেশে, ধর্ম কর্ম একসাথে করে

বশিষ্ঠ, জনক, ব্যাস, করে জপ, হোম, ন্যাস, আদর্শ গৃহস্থ রূপ ধরে।।
রত্নাকর দস্যু যিনি, চিরধন্য হন তিনি, রাম নাম জপি অবিরাম।
সাধনে বাল্মীকি নাম, লভিলেন গুণধাম, সৎকর্ম সাধে জপি রাম।।
রাম নাম নিয়ে মুখে, সর্বকর্ম করে সুখে, রামভক্ত বীর হনুমান ।
গুহক চণ্ডাল নাম, মনে মুখে রাম নাম, সর্বকর্মে সদা করে গান।।
যারা হরিনাম করে, অসাধ্য সাধন করে, হরিনাম মহাশক্তিধারী।
মনে যার হরিনাম, হৃদয়ে আনন্দধাম, লীলা করে গোলোকবিহারী।।
রসরাজ বিরচিত, মহাগ্রন্থ সুললিত, শ্রীশ্রী হরিলীলামৃত হয়।
নামে শক্তি, নামে ভক্তি, নামে বরাভয়, মুক্তি, লীলামৃতে আছে পরিচয় ।।
শ্রীবদন, হীরামন, কর্মী, ঋষি তারা হ', সর্বকর্মে মুখে হরি বলে।
ভোজনে, শয়নে নাম, চলনে, বলনে নাম, নিঃশ্বাস, প্রশ্বাসে নাম চলে।।
মতুয়ার অগ্রগণ্য, হরিচাদঁ কৃপাধন্য, দশরথ আর মৃত্যুঞ্জয় ।
গোলোক, তারকচাঁদে, হরি বলে সদা কাঁদে, জয় জয় হরিচাদঁ জয়
।।


 
শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুরের আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন। হরিবোল।
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free