মহা-মহাপ্রভু হরিচাদেঁর দশম আজ্ঞাঃ (পদ্য)
মহা-মহাপ্রভু হরিচাদেঁর দশম আজ্ঞাঃ
করো ঘরে ঘরে, হৃদয়ে বাহিরে, হরিমন্দিরের কাজ।
মুখে হরিনাম, লহ অবিরাম, দূরে যাবে ভয় লাজ।
করো ঘরে ঘরে, হৃদয়ে বাহিরে, হরিমন্দিরের কাজ।।
চিত্ত শুদ্ধ করি, ভজিবে শ্রীহরি, উষা, সন্ধ্যা, দ্বিপ্রহরে ।
প্রতি দিবা যামে, মেতে হরিনামে, হরিকে পূজিবে ঘরে।।
হৃদয় আসনে, বসায়ে যতনে, হৃদয় ভূষণ হরি।
রাখিও প্রহরী, একাগ্রতা দ্বারী, সরলতা সহচরী।।
ভকতি কুসুম, প্রেম কুমকুম, শ্রদ্ধা চন্দন সাথে।
অতি সুনির্মল, প্রেম পরিমল, দিও গো হৃদয় নাথে।।
অনুরাগ ধুপে, বিরহের তাপে, দহিয়া সুবাস দিও।
সকাতরে মন, আত্ম নিবেদন, দুর্বাদল সাথে নিও।।
ইন্দ্রিয়াদি যত, সেবাদাসী মতো, রাখিও সতত পাশে।
পূজা আরাধনা, শ্রীহরি ভাবনা, মনে যেন সদা ভাসে।।
ষড় রিপু চয়, যেন বলি হয়, মন প্রাণ দিও ঢালি।
জ্ঞান পুরোহিতে, বিগলিত চিতে, যেন পূজে বনমালী ।।
হৃদয়ে বাহিরে, প্রতি ঘরে ঘরে, শ্রীহরিমন্দির গড়ো।
যেথায় শ্রীহরি, স্বীয় রূপ ধরি, ভক্ত প্রেমে হন বড়ো।।
শ্রীহরির নামে, যেমন শ্রীধামে, রয়েছে পূজার ঘর।
স্বদেশে বিদেশে, কর সবে শেষে, তাহারই নামান্তর ।।
হরিনামে ঘর, হরিনামে চর, হরি নামে মেলা হবে।
হরিনামে নদী, বহে নিরবধি, ভক্ত মিলিত যবে।।
হরিনাম সুধা, পানে ভব ক্ষুধা, চিরতরে হবে দূর ।
মনের মন্দিরে, গাহো নতশিরে, হরিনাম সুমধুর।।
প্রাণের মাঝারে, মনো বীণা তারে, হরি গুণ গীতি গাহি।
ভক্ত প্রেমধন, অমিয় রতন, লভিবারে শুধু চাহি।।
বিশ্লেষণঃ
সার কথা বুঝে রাখো, দেহ ঘর শুনে থাকো, প্রতি দেহে হউক মন্দির।
প্রতি দেহ রূপ ঘরে, সদ্ চিন্তা রাখো ধরে, সবে সেথা নোয়াইবে শির।।
মনের মাঝারে যার, নাহি পাপ অন্ধকার, হিংসা দ্বেষ করিয়াছে জয়।
ষড় রিপু করি চুর্ণ, হৃদয় প্রেমেতে পূর্ণ, হরিনামে সদা মেতে রয়।।
মনেই মন্দির তার, বাহিরে কি দরকার, মনের মন্দির আগে চাই।
সত্য, প্রেম, ভালোবাসা, যে হৃদয়ে বাঁধে বাসা, প্রকৃত মন্দির সেথা পাই।।
অন্তরের মাঝে হরি, শান্তি মাতা সঙ্গে করি, লীলা করে হৃদি বৃন্দাবনে ।
সদা যেন মনে মুখে, হরিগুণ গাহি সুখে, ধন্য হই হরিভক্তরা সনে।।