মতুয়া দর্শন
শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সমাজ
মতুয়া মত সত্য পথ

কর্মবন্ধন

কর্মবন্ধন কিরুপঃ
 
ধরুণ, আপনি কোন ভিক্ষারীকে ভিক্ষা দিবেন। ভিক্ষা দেওয়ার সময় ভাবলেন,
১~ আপনার অনেক আছে, আমি ভিক্ষা দিতেই পারি। এতে আমার কমবে না। ----- এতে অহংকার সৃষ্টি হল আর আপনার এক ধরণের কর্মবন্ধন তৈরি হল। 
২~ আমি ভিক্ষা দিলে আমার পুণ্য হবে, পরকালে আমার সুখ আসবে। ------ আপনার মধ্যে লোভের সৃষ্টি হল এবং কর্মবন্ধন তৈরি হল। 
৩~ ভিক্ষারীটি কাজ করতে অক্ষম, কষ্ট পাচ্ছে, ঈশ্বর আমাকে দিয়ে তার কিছু কষ্ট লাঘব করছেন। ---- আপনি মুক্ত হলেন, নিষ্কাম কর্ম উৎপন্ন হল।
৪~ দুর্বলকে, অক্ষমকে সাধ্যমত সাহায্য করা আমার কর্তব্য, আমার দায়িত্ব। ----- এতে আপনার মধ্যে দয়ার বীজ রোপিত হল এবং মানবীয় কাজ হল। ---- এতে আপনার না হল কর্মবন্ধন, না হল দায়বদ্ধতা।

শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুরের আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন। হরিবোল।
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free