মতুয়াবাদ তথা মতুয়াদের জন্য অশনি সংকেত- পর্ব-১
মতুয়াবাদ তথা মতুয়াদের জন্য অশনি সংকেত- পর্ব-১
সকলেই আমরা জানি, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত মতবাদকে মতুয়াবাদ বলে এবং তাঁর অনুসারীদের মতুয়া বলে। মতুয়াবাদ হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম। কিন্তু এই সূক্ষ্ম সনাতন ধর্মটাকে না বুঝে আজ মানুষ স্থুলতাকে নিয়ে মেতে উঠেছে আবার। যে কুটিনাটি বা খুঁটিনাটি বা অশৌচ দূর করার জন্য এই অবতার, তা ভুলে বা না বুঝে বা না মেনে আবার সেই খুঁটিনাটি নিয়ে মেতে উঠছে মানুষ। মতুয়াদের মূল ধর্ম গ্রন্থ শ্রীমৎ তারক চন্দ্র সরকার প্রণীত "শ্রী শ্রী হরিলীলামৃত"। মতুয়াবাদ মুলত প্রতিষ্ঠিত এই গ্রন্থের উপর। তারপরে সহযোগী গ্রন্থ হচ্ছে কর্মবীর বিচরণ পাগল রচিত "শ্রী শ্রী হরি-গুরুচাঁদ চরিত্র সুধা" ও আচার্য মহানন্দ হালদার রচিত "শ্রীশ্রী গুরুচাঁদ চরিত"। এবং আরও সহযোগী হিসেবে আছে তারক সরকার, অশ্বিনী গোঁসাই, এবং অন্যান্য মতুয়া গোঁসাইদের রচিত গান এবং কতকক্ষেত্রে ভক্ত চরিত।
কিন্তু আজ সমাজে দেখা যাচ্ছে, এসব গ্রন্থের বাইরেও বিভিন্ন ধরণের মতুয়ার উদ্ভব হয়েছে। যারা লীলামৃত মানেন না, তৎকালীন মতুয়া গোঁসাইদের আদর্শ মানেন না। ইনাদের কারণে মতুয়াদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। সকল মতুয়াদের এই সমস্ত মতুয়ানামধারী মতুয়াদের নিকট হতে সাবধান হতে আহ্বান করা যাচ্ছে। এবং যে কোন কথা বা তত্ত্ব লীলামৃত বা অন্যান্য মতুয়া গ্রন্থের ভিত্তিতে বিচারপূর্বক গ্রহণ করার জন্য অনুরোধ রইল।
আগামী পর্বে আলচিত হবে নব্য মতুয়াদের শ্রেণি সম্পর্কে।
হরিবোল।