মতুয়া দর্শন
শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সমাজ
মতুয়া মত সত্য পথ

মহা-মহাপ্রভু হরিচাদেঁর দ্বাদশ আজ্ঞাঃ (পদ্য)

মহা-মহাপ্রভু হরিচাদেঁর দ্বাদশ আজ্ঞাঃ

জগৎ ঈশ্বরে, আত্মদান করে, চিরধন্য হয়ে রবে।।

জগৎ ঈশ্বর যিনি জগতের পতি,
সকলের পরিত্রাতা স্বীয় মহিমায়, 
তাহারে ভকতিভরে জানাবে প্রণতি,
আত্মদান করি, চিত্ত যেন তারে চায়।

আত্মদান শুনিয়াছি, অর্থ বুঝি নাই,
আত্মদান হয় নাকো, গুরুবাক্য বিনা,
কেমনে দানিব আত্ম, কাহারে শুধাই,
দানের অযোগ্য বপু, প্রেম ভক্তিহিনা।

হরিচাদঁ! তুমি মম হৃদয় রতন,
স্বভাবে তোমায় আমি সদা ভুলে থাকি,
ভক্তিভরে তব নাম করি না স্মরণ,
তথাপি বেদনাভরে ঝরে না ত আঁখি।।
লোকমুখে শুনিয়াছি তব পুণ্য নাম,
বুঝি নাই কিবা সুধা হরিনামে আছে,
কৈশোরে গিয়েছি আমি ওড়াকান্দি ধাম,
অনুভবে হৃদি মাঝে, এসো প্রিয় কাছে।
হাতে কাজ, মুখে নাম, করি না ত কিছু,
মনের কলুষ কালি নাহি হলো দূর,
সাধুগুরু পদে মাথা করি নাই নীচু,
আমার হৃদয় বীণা বাজিছে বেসুর।।
জীবন তরণী মোর অতি ক্ষুদ্রকায়, 
সেথায় রাখিনি প্রভো, এক তিল ঠাঁই,
তাই ত তোমায় ছাড়া দিন কাটে হায়!
কান্ডারী বিহীন তরী, বৃথা বেয়ে যাই।।
দিবাশেষে ধরাপরে ঘনায় আঁধার,
পাখিরা কুলায়ে ফেরে, নীরব কাকলি,
তব কৃপা বিহনেতে সে দশা আমার,
বিফলে জনম যায়, হরি নাহি বলি।।
সুখ দুঃখ, পাপ পুণ্য, সবি তব দান,
নিরাশার মাঝে তুমি আলো জ্যোতির্ময়।
দীনহীনে ক্ষমা করি, সাধিও কল্যাণ।
কৃপারত্ন বিতরিবে, ওগো কৃপাময়।।

বিশ্লেষণঃ 
নিজগুণে করো দয়া, দাও প্রভু পদছায়া, সাধনা ভজনা কিছু নাই।
আমার আমিত্ব হরে, লহো গো তোমার করে, দীনবন্ধু, তুমি বিশ্ব সাঁই।।
এ জগতে ভালমন্দ, প্রেম প্রীতি, দ্বিধা দ্বন্দ্ব, পাপ পুণ্য, সত্য মিথ্যা আছে।
এসব বুঝি না কিছু, করি মোর মাথা নীচু, চিরদাস রূপে রেখ কাছে।।
তব পদে সমর্পিয়া, তনু মন প্রাণ হিয়া, পদপ্রান্তে পড়ে রব আমি।
তুমি হরি, কৃপাসিন্ধু, আমি ক্ষুদ্র বারি বিন্দু, তুমি মোর জীবনের স্বামী।।

আত্মদান যেবা করে, তার চিন্তা নাই,
স্বার্থত্যাগ করি দিলে, চিন্তা কিসে ভাই।
হরিনাম জপ করো, হরি ভাবো মনে,
হরি কাছে আত্মদান, করো সঙ্গোপনে।
চিন্তামণি হন হরি, জগৎ ঈশ্বর, 
দুর্বলের বল হরি পরম নির্ভর।

নিরাশার মাঝে আশা, অন্ধকারে আলো,
হৃদয়ের মাঝে তার প্রেম জ্যোতি জ্বালো।
সকলেরে প্রেম সেবা, শ্রদ্ধা কর দান,
অন্তর বাহিরে হরি, হোক অধিষ্ঠান।

জগৎ মঙ্গলময়, অনন্ত মধুর।
হৃদয় বীণায় যেন শুনি তব সুর।
নিত্য প্রেম দান করো, দ্বাদশ বিধানে,
চিরধন্য করো তব অধম সন্তানে।।


শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুরের আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন। হরিবোল।
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free