মহা-মহাপ্রভু হরিচাদেঁর ষষ্ঠ আজ্ঞাঃ (পদ্য)
মহা-মহাপ্রভু হরিচাদেঁর ষষ্ঠ আজ্ঞাঃ
সাধনার বলে, ষড়রিপু দলে, সবে কর বশীভূত ।।
মানব মনেতে আছে রিপু ছয়জন।
কাম, ক্রোধ, লোভ, মোহ, দুরন্তপবন।।
মদ, আর মাৎসর্য ষড়রিপু দলে।
বশীভূত করা চাই সাধন কৌশলে।।
ষড়রিপু বশীভূত না হয়েছে যার,
প্রেম, ভক্তি, সদগুণ নহে লভ্য তার।।
ধর্ম, কর্ম, সাধনায় নাহি থাকে মন।
রিপু বশে না থাকিলে বৃথাই সাধন।।
কামঃ
অসংযত চিত্তবৃত্তি কামের প্রভাবে,
ধর্ম পথে ভুলক্রমে কভু নাহি যাবে।।
ষড়রিপু মাঝে কাম দুরন্ত প্রবল।
মুনিঋষি, দেবগণ কামে হীন বল।।
কামদোষে ব্যভিচার, মিথ্যাচার পাপ।
লোভ, মোহ, মদ সহ বাড়ায় সন্তাপ।।
ব্রহ্মচর্য, সরলতা, সততা, বিনয়।
কাম বেশ সদ্ গুণ সবি ধ্বংস হয়।।
উর্ধরেতা হলে হবে নিষ্কাম অন্তর।
পিতৃধন রক্ষা পাবে এ জীবন ভর।।
সাধুসঙ্গ, হরিনামে, কাম বশে রবে।
কাম জয়ী হলে তবে সর্ব সিদ্ধি হবে।।
সাধক, প্রেমিক, কবি, সাধু, সিদ্ধ যত,
সাধনার বলে কামে করে পদানত।
নিষ্কাম আনন্দ লভি, দিব্য ভাবে রয়।
হরিনাম সুধাপানে চিরধন্য হয়।।
পরনারী মাতৃতুল্য সদা কর জ্ঞান।
কাম ভাব চিরতরে হবে অবসান।।
মনের কালিমা রাশি করিবারে ক্ষয়।
সাধনে নিষ্কাম কর মানব হৃদয় ।।
ক্রোধঃ
ক্রোধ রিপু মনোমাঝে, বাধা দেয় সৎকাজে, হিতাহিত জ্ঞান করে নাশ।
প্রেম, ভক্তি, ভালবাসা, দয়া, ধর্ম, পুণ্য আশা, ক্রোধ করে গুণের বিনাশ।।
নাহি থাকে সদ্ জ্ঞান, গুরুজনে অসম্মান, ক্রোধ বশে আত্মহত্যা হয়।
ক্রোধ যার থাকে মনে, পশু সম আচরণে, হিংসাভরে করে না সংশয়।।
সাধনার বলে তাই, ক্রোধ বশ করা চাই, প্রেম প্রীতি তবে নহে দূর।
যেবা ক্রোধ করে জয়, মনে তার প্রেম রয়, প্রেমাবেশে হৃদি ভরপুর।।
বুদ্ধদেব, যীশুখৃষ্ট, প্রেম ভারে তারা ইষ্ট, ষড়রিপু করেছিল জয়।
শ্রীগৌরাঙ্গ, হরিচাদঁ, পাতিয়া প্রেমের ফাঁদ, নিত্যকালে প্রেমাবেশে রয়।।
দয়াল নিতাই যিনি, প্রেমিকের শিরোমণি, উদ্ধারিলা জগাই মাধাই।
রসরাজ শ্রীতারক, দানিলেন প্রেমালোক, পদে তার প্রণাম জানাই।।
মনে মুখে হরিনাম, জপ সবে অবিরাম, কাম ক্রোধ রিপু বশে রবে।
হরিনামে হলে রুচি, দেহ মন হবে শুচিতা, সৎকর্ম শুচি তাতে হবে।।
দয়া, ক্ষমা, ভালবাসা, যে হৃদয়ে বাঁধে বাসা, ষড়রিপু সেই করে জয়।
বিনয়, সারল্য মনে, যার সর্ব আচরণে, চিরধন্য সেই মহাশয় ।।
লোভঃ
লোভ অতি বিষময়, লোভে পাপ অতিশয়, লোভাতুর হয়োনা কখন ।
কপটতা, জালিয়াতি, চুরি, মিথ্যাচার সাথী, লোভ সনে রহে সর্বক্ষণ।।
দাম্ভিকতা, দস্যুবৃত্তি, হিংসা, নিন্দা, কুপ্রবৃত্তি, অতি লোভে মনোমাঝে রয়।
জ্ঞানেন্দ্রিয় অকর্মণ্য, হইবে লোভের জন্য, লোভে পাপ, পাপে মৃত্যু হয়।।
সাধনার বলে তাই, লোভ জয় করা চাই, সবে কর লোভ পরিহার ।
সাধুসঙ্গ, হরিনামে, লোভ করি পরিণামে, এড়াইবে ভব ভয় ভার।।
শ্রীবদন, শ্রীলোচন, লোভ জয়ী তারা হন, লীলামৃত গ্রন্থে আছে লেখা।
লোভ করি হরিনামে, হরিপাল কালক্রমে, হরিচাদেঁ হৃদে পায় দেখা।।
মোহঃ
মোহ মায়া মনাকাশে, নির্মল সততা নাশে, মোহগ্রস্থে বিচার রহিত।
নেশা, গাঁজা, মদ্যপান, জুয়া বা পাশার দান, মোহ সনে সতত জড়িত।।
মোহগ্রস্থ হয় যারা, হিতাহিত জ্ঞান হারা, চৈতন্যের অবলুপ্তি ঘটে।
মহারাজা যুধিষ্ঠির, মোহবশে নহে স্থির, পত্নী, ভ্রাতা, বাজী ধরে বটে।।
মোহ বশে অজ্ঞানতা, আলো বিনা রাত্রি যথা, পরিণাম চিন্তা দূরে রয়।
হরিচাদঁ বিভূতিতে, মন যার থাকে মেতে, মোহ তার বশীভূত হয়।।
মদঃ
মদ্ অর্থে অহংকার, করো তাহা পরিহার, অতি দর্পে হত দশানন।
মদ ভরে যেবা মত্ত, ভুলে থাকে আত্ম তত্ত্ব, অহংকারে ঘটায় পতন।।
আত্মস্মৃতি হয়ে হারা, জীবন্মৃত থাকে তারা, মদ ভরে হিংসা, হত্যা করে।
তামসিক ক্রিয়া কাণ্ড, পশুবলি, মদ্য ভাণ্ড, মদে মত্ত পশু শক্তি ধরে।।
মধু লোভী অলি সম, দিবানিশি চিত্ত মম, হরিগুণ গাহো অনুক্ষণ ।
মদের প্রভাব ভবে, এমতি হইলে হবে, হৃদি মাঝে প্রেম আস্বাদন ।।
মাৎসর্যঃ
মাৎসর্য অর্থে হিংসা, নিন্দনীয় অতি,
পরশ্রীকাতর যারা হয় ছন্নমতি।।
মাৎসর্য বশে দেখ রাজা দুর্যোধন,
পঞ্চ পাণ্ডবেরে করে শত নির্যাতন।।
রাজ্য, ধন কেড়ে নিল কপট ক্রীড়ায়।
দ্রৌপদীর অপমান ভারত সভায় ।।
পরিণাম দেখা যায় কুরুক্ষেত্র রণে।
কৌরবেরা ধ্বংস হয়, ভাই বন্ধু সনে।।
হৃদয়ের মলিনতা, মাৎসর্য দোষ।
দূর কর লভিবারে পরম সন্তোষ ।।
অপরের বৃত্ত ধনে, ঈর্ষা কর দূর,
হৃদয়ে জাগিবে তবে প্রীতি সুমধুর ।।
প্রেমভাব জনমিলে রিপু বশে রয় ।
ষড়রিপু বশে যার, সেই সাধু হয়।।
হিংসা, নিন্দা, কু বাসনা, কর চিরদূর।
মনের মন্দিরে রাখো প্রেম সুমধুর ।।
জনে জনে প্রেম নীতি করিলে পালন।
ধরাতলে স্বর্গরাজ্য হইবে সৃজন।।
বিশ্লেষণঃ
যে ভাবে সাধনা হোক, তাতে ক্ষতি নাই।
সকল সাধনে আগে রিপু বশে চাই।।
রিপু বশে আনিবারে একনিষ্ঠ মনে,
হরিনাম জপ করো , বসি সঙ্গোপনে ।।
পদ্মাসনে শুদ্ধ মনে করো হরিনাম।
মনের কালিমা যাবে, লভিবে আরাম।।
ষড়রিপু বশীভূত রাখো সাধনায়,
পঞ্চমে বাজিবে সুর, মনের বীণায় ।।