মহা-মহাপ্রভু হরিচাদেঁর প্রথম আজ্ঞাঃ (পদ্য)
মহা-মহাপ্রভু হরিচাদেঁর প্রথম আজ্ঞাঃ
"সদা সত্য বলো, সৎ পথে চলো, সত্যের কর সাধনা"
সত্য ধর্ম, সত্য ব্রহ্ম, সত্য ভগবান্।
ত্রিভুবনে কিছু নাহি সত্যের সমান।
সত্য বিনা ধর্ম নাহি, সে কারণে সত্য চাহি,
সত্য নীরে অবগাহি, লভিবে সম্মান।
সদা সত্য পথে চলো, ওহে মতিমান।
সৎ চিন্তা, সৎ কথা, শুধু ভাবো মনে--,
সত্যের সাধনা করো সবে সযতনে।
করো যাহা অঙ্গীকার, রাখিও মর্যাদা তার,
নতুবা যে মিথ্যাচার, লোকে তারে গণে।
সত্য বলি 'বাকসিদ্ধ' হয় সর্বজনে।।
একদিন শ্রীধামেতে সাধু ফেলারাম,
শ্রীহরি ঠাকুরে দেখি করিলা প্রণাম।
প্রণমিয়া হরিচাদেঁ সেই সাধু বলে,
বহুদিন যোগাভ্যাস করি ধরাতলে।
কতো মূদ্রা, কতো ব্রত, সাধনা যে করি,
বহুবর্ষ মৌন ব্রত দেখিনু আচরি;
শুধুমাত্র বাক্যসিদ্ধ হবো ভরসায়,
কতো শত চেষ্টা যত্ন করিলাম হায়।
তবু আমি বাক্য সিদ্ধান্ত পারি নাই হ'তে;
বলো প্রভু ! বাক্য সিদ্ধান্ত হইব কি মতে?
হরিচাদঁ অবশেষে, কহিলেন মৃদু হেসে,
বাক্য যার সদা সত্য হয়।
সৎ চিন্তা, সত্য কথা, মনে মুখে যার যথা,
বাক্য সিদ্ধান্ত সেই মহাশয় ।
সত্য ব্রত সদা যার, সত্য হয় অলংকার,
সৎ পথে করে বিচরণ।
বাক্য সিদ্ধান্ত সেই হয়, সাধু সিদ্ধান্ত সুনিশ্চয়,
সত্য নীতি রাখিও স্মরণ।।
শ্রীধামেতে হরিচাদঁ, লোক হিত তরে,
সত্য নীতি সযতনে, জানায় অপরে।
আদর্শ গার্হস্থ্য ধর্ম মূল ভিত্তি করি,
সর্বজনে সত্য তত্ত্ব শিখায় শ্রীহরি।।
বিশ্লেষণঃ
সকল ধর্মের সার, মূলে সত্য রহে,
সত্য বিনা ধর্ম তত্ত্ব, কোথা কেবা কহে!
সক্রেটিস যীশু আদি কতো মহাপ্রাণ।
সত্য তত্ত্ব প্রচারিতে করে আত্মদান ।
বুদ্ধ, মহম্মদ আর গুরুজি নানক।
পবিত্র চরিত্র সবে , সত্যের সাধক।
বশিষ্ঠ, বাল্মীকি, ব্যাস যত মহামুনি।
সত্য নিষ্ঠ সর্বজনে , সাধু জ্ঞানী গুণী।।
সত্য নিষ্ঠা ভিন্ন ধর্ম কোথা নাহি হয়।
সংসারের কর্মে সত্য আছে সুনিশ্চয় ।।
প্রবঞ্চনা, পরিহাস, করো পরিহার।
ছলনা, চাতুরী কভু করিও না আর।
সকলের প্রতি শ্রদ্ধা মনেতে রাখিবে।
সত্য নীতি সযতনে সকলে শিখিবে।।
সৎ চিন্তা, সৎ কথা, রেখ মনে মুখে ।
হরি ধ্যান, হরি জ্ঞান, করে থেকো সুখে।।
মিথ্যা কথা, অহংকার, করে দাও দুর।
মনের মাঝেতে রেখ সারল্য প্রচুর।
শয়নে স্বপনে আর চিন্তা জাগরণে।।
ধ্যান, জ্ঞান, কর্ম, বাক্য অথবা মননে।
সর্বস্তরে সত্য নীতি যে করে পালন।
বরণীয় হয় সেই সাধু সিদ্ধজন।।
বাক্যসিদ্ধ শুধু নহে স্মরণীয় হয়।
চিরকাল সত্য নীতি জয়যুক্ত রয়।
সত্য ব্রত সদা যার হয় অলংকার ।
তাহারে মহর্ষি জ্ঞানে করি নমস্কার ।।