।। শ্রীশ্রী হরিচাদঁ প্রণাম গীতি ।। (পদ্য)
।। শ্রীশ্রী হরিচাদঁ প্রণাম গীতি ।।
প্রণাম তোমায়, ওগো বিভ হরিচাদঁ।
তব নাম স্মরনেতে ঘোচে কর্ম ফাঁদ।।
প্রেমের ঠাকুর হরি! চিদানন্দময়।
সভক্তি প্রণাম লহো ওহে কৃপাময়।।
হরিচাদঁ! মুক্তিদাতা, পালক সবার,
প্রেম গুণে বাঁধিয়াছ জগৎ সংসার।
লীলাময়! কল্পতরু, ভক্তাধীন হরি,
ভক্তিভরে তব পদে প্রণিপাত করি।
অনন্ত মহিমা তব, অনন্ত ভুবনে,
সর্বকালে সর্বারাধ্য জানে ভক্ত জনে।
নিজগুণে ভক্ত জনে দেহ পদে ঠাঁই,
হরিচাদঁ শ্রীচরণে প্রণাম জানাই।।
ওড়াকান্দি মহাতীর্থ তোমার কারণে,
চিরধন্য ভক্তবৃন্দ রূপ দরশনে।
মহানন্দ তারকের হৃদয়ের ধন।
প্রণাম তোমায় হরি! নর নারায়ণ।
হরিনাম মহামন্ত্র করিয়া প্রচার,
শান্তি সুধা বিতরিলে নাশি পাপ ভার।
সর্বজীবে প্রেম দয়া তব শিক্ষা হয়।
প্রণাম তোমায় হরি! সর্ব গুণময়।।
হরিচাদঁ! তুমি পিতা, পতিত পাবন।
প্রণাম তোমায় হরি সত্য সনাতন।
চিরবন্ধু! দীননাথ, সর্বজন গতি।
তব পদ শতদলে জানাই প্রণতি।।