মতুয়া দর্শন
শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সমাজ
মতুয়া মত সত্য পথ

পরম ভগবৎ শ্রীশ্রীপতিচাঁদ স্ত্রোত্রম।

পরম ভগবৎ শ্রীশ্রীপতিচাঁদ স্ত্রোত্রম।
স্তাবকঃ- শ্রীমৎ শ্রীসন্ন্যাসী গোস্বামী

1-
সুধন্যনন্দনায় বৈ সরলাদেবী-পুত্রায়।
মঞ্জুলিকা-কান্তায় চ শ্রীপতয়ে নমো নমঃ।।

2- 
বিষ্ণু শক্ত্যুদ্ভবায় হি শিবশক্তি সংযুক্তায়।
গোলকবিহারি-শক্তি-পরিবেষ্টিতায় যস্মৈ।।

3- 
ত্রি শক্তি-সুসংযুক্তায় শ্রীমতুয়া শীর্ষকায়।
ভক্ত রঞ্জনায় তস্মৈ শ্রীপতয়ে নমো নমঃ।।


শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুরের আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন। হরিবোল।
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free