মতুয়া দর্শন
শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সমাজ
মতুয়া মত সত্য পথ

মহা-মহাপ্রভু হরিচাদেঁর তৃতীয় আজ্ঞাঃ (পদ্য)

মহা-মহাপ্রভু হরিচাদেঁর তৃতীয় আজ্ঞাঃ

মাতা পিতা গুরু, তথা হ'তে শুরু, করিবে ভক্তি শিক্ষা ।

মাতা পিতা শ্রেষ্ঠ গুরু, সৃষ্টির কারণ
পরম আরাধ্য সেই যুগ্ম গুণধন।।
মঙ্গল মাগিছে মোর দিবস রজনী।
সে হেতু প্রণমি আমি জনক জননী।।
স্বর্গ হ'তে শ্রেষ্ঠা মাতা, স্নেহ দয়া গুণে,
করুণা মমতা যার স্নেহ পরশনে।।
ক্ষীর সুধা দিয়া মাতা জীবন আমার,
শৈশবে পালেন মোরে স্নেহে অনিবার।
কৈশোরে, যৌবনে আর সমগ্র জীবনে,
বরাভয় লভি যার চরণ স্মরণে ।
ধরাতলে যেই দেবী শ্রেষ্ঠা পূজ্যা হ',
নমি সেই মাতৃ পদে ভক্তির কারণ।।

পিতৃদেব স্বর্গ সম, পিতৃদেব ধর্ম,
পিতার সন্তোষ যাহে, সেই শ্রেষ্ঠ কর্ম।
সর্বদেব পরিতৃপ্ত, যিনি তৃপ্ত হ'লে।
পরম আরাধ্য পিতা এই ভূমণ্ডলে।।
পিতৃ পদে রাখি' মতি, যেই কর্মে যাবে-,
অবশ্যই সুফল তাহে অচিরাৎ পাবে।
মাতৃ পিতৃ স্নেহাশিষ যেবা লাভ করে-,
আসম্ভব কিছু নাহি তার ধরাপরে।।

মাতা পিতা গুরু জানি, পালিবে তাদের বাণী, নতুবা হবে না কোন ধর্ম।
ধর্ম, কর্ম, শিক্ষা গুরু, মাতা পিতা হ'লে শুরু, মনে রেখ এই সারমর্ম ।।
মাতা পিতা ইষ্ট জ্ঞানে, ভক্তি ক'রো মনে প্রাণে, জীবনের পথে মূল শিক্ষা ।
মাতা হ'তে প্রেম ভক্তি, পিতা হ'তে বিদ্যা শক্তি, আয়ত্ব করিতে লহো দীক্ষা ।।

বিশ্লেষণঃ 
একান্ত সরল আর সহজ সাধন।
মাতৃপিতৃ পদে ভক্তি সদা রেখ মন,
সকল ধর্মের সার আর শুরু হয়,
মাতৃপিতৃ পদে ভক্তি রাখি' রিপু জয়।।
ধর্ম, মোক্ষ, পূণ্য , যশ, সহজেই হবে;
মাতৃপিতৃ পদে ভক্তি যার যতো র'বে।।
প্রথমে প্রণমি তাই মাতৃপিতৃ পদে;
অবশ্য লভিবে যুগ্ম আশিস সম্পদে।।

যিনি হ'ন অবতার, যুগে যুগে বার বার,
ত্রেতাযুগে নাম তার, শ্রীরাম যে হয়।
মাতৃপিতৃ ইচ্ছা ক্রমে, রাজ্য ত্যজি বনে ভ্রমে,
কোনও দিন ভুল ক্রমে, করেনি সংশয়।।
বিষ্ণুর বাহন যিনি, গরুঢ় নামেতে তিনি, 
দেবগণে রণে জিনি, অমৃত লভিল ।
মাতৃ আজ্ঞা ধরি' শিরে, সুধা ল'য়ে এলো ফিরে,--
জিনিল সে সর্ববীরে, গৌরব ঘোষিল।।

মাতৃ বাক্য ধর' মনে, ভক্ত ধ্রুব যায় বনে,
অবশেষে নারায়ণে, তারে দেয় দেখা।
মাতৃ আজ্ঞা শিরে ধরি', অবতীর্ণ হ'লো হরি,
লীলামৃত গ্রন্থ 'পরি, আছে দেখো লেখা।।

হরিভক্ত সুধী যত, জ্ঞানী গুণী সমুন্নত, 
মাতৃপিতৃ পদে নত, সর্বজনে হয়।
হরিভক্ত সন্নিধানে, যাত্রা করি মনে প্রাণে,
মাতৃপিতৃ শ্রীচরণে, ভক্তি যেন র'য়।।

হরিচাদঁ অবতার, শ্রেষ্ঠ তত্ত্ব দিলা সার, মাতৃপিতৃ পদে ক'রো নতি।
ধর্ম, কর্ম, বিদ্যা, পূণ্য, ভক্তি বিনা সবি শূন্য, প্রেম ভক্তি সনে হোক রতি।।


শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুরের আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন। হরিবোল।
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free