পুজা কেন (সংলাপ)
- এই, মতুয়ারা কালী পূজো করে কেন?
----- মা কালী শক্তির দেবী। তাছাড়া সত্যভামা দেবীকে মা কালীর অবতার বলে মতুয়ারা মনে করে। তাই মতুয়ারা মা কালীর পূজা করে।
- ত মা কালীর পূজা করার দরকার কি? সত্যভামা মায়ের পূজা করলেই ত হয়। কালীর পূজা কি জন্য? যদি কালীর পূজা করাই লাগত, তবে ত মা কালীকে সত্যভামা হয়ে আসতে হত না।
-- মা কালী আর সত্যভামা ত একই। ত কালী পূজা করলে ক্ষতি কি?
- ও। এই যুক্তি। তাইলে হুদাই সত্যভামা জন্ম নিল। ম'তোরা সব কালীতে মত্ত।
ও, হ্যা। আরেকটা কথা। মা কালী শক্তির দেবতা। ঐ শক্তি কি হরিচাদঁ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর দিতে পারে না।
-- হরিচাঁদ ঠাকুর পূর্ণব্রহ্ম পূর্ণাবতার। সে সর্বশক্তিমান। সব শক্তি তার কাছ থেকেই আসে।
- তাইলে কালী পূজার কি দরকার? হরি পূজা করলেই ত হয়।
-- এই আপনি কিন্তু সনাতন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ছড়াচ্ছেন। আপনি মতুয়া নন। মতুয়াদের বিষয়ে নাক গলাতে কে বলেছে আপনাকে?
সারাংশঃ
কৃষ্ণ কালী দূর্গা ভজে, কি হয়েছে গতি।
হরিচাদেঁ অপূর্ণ বিশ্বাস, এই হয়েছে মতি।।
এক হরিতে বিশ্বাস করলে আর কিছু করা লাগে না। কিন্তু মতুয়ারা সেই পূর্ণ বিশ্বাস আনতে পারছে না, তাই হ য ব র ল অবস্থা।