মতুয়া দর্শন
শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সমাজ
মতুয়া মত সত্য পথ

মহা-মহাপ্রভুর প্রথম আজ্ঞাঃ (গদ্য)

মহা-মহাপ্রভুর প্রথম আজ্ঞাঃ

সদা সত্য কথা কহিবে।

যেখানে সত্য কথা হয়, সেখানে সত্যময় পরমেশ্বর বিরাজ করেন। যিনি সত্য কথা বলেন, সত্যময় মহাপ্রভু সতত তার নিকটে থাকেন। যিনি সত্যবাদী, তিনি বাকসিদ্ধ মহাপুরুষ।

এই বঙ্গদেশে ফেলারাম পাগল নামে এক ব্যক্তি বাস করিতেন, তিনি বাকসিদ্ধ মহাপুরুষ বলিয়া এই দেশে বিখ্যাত ছিলেন। একদিন তিনি শ্রীশ্রীধাম ওড়াকান্দি গিয়া মহা- মহাপ্রভুকে বলিয়াছিলেন, প্রভু! আমি যাহাতে বাকসিদ্ধ হইতে পারি আমাকে সেই মহামন্ত্র দান করুন। তদুত্তরে মহা- মহাপ্রভু বলিয়াছিলেন, 'ফেলারাম তুমি বিপদে বা সম্পদে, সুখে বা দুঃখে, যখন যে অবস্থায় থাক, সদা সত্য কথা বলিও, মিথ্যা কথা বলিও না। আজীবন যদি সত্য কথা বল তবে যাহা বলিবে তাহাই সত্য হইবে, অর্থাৎ বাকসিদ্ধ হইবে। বাকসিদ্ধ হইবার কোন মন্ত্র নাই। এইটা লোকের ভ্রান্ত বিশ্বাস, চরিত্র পবিত্র না হইলে বাকসিদ্ধ হওয়া যায় না।'

মহা-মহাপ্রভুর বাক্য অনুসারে তদনুযায়ী কার্য করিয়া পাগল চূড়ামণি ফেলারাম চির স্মরণীয় হইয়া অমরত্ব লাভ করিয়াছেন।


শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুরের আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন। হরিবোল।
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free