মতুয়া দর্শন
শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সমাজ
মতুয়া মত সত্য পথ

গান নংঃ ১১৬-১৪৫ (শেষ)

লোক শিক্ষা
রাগিনী - উল্টাকেশী
১১৬তাল-গড়খেম্টা
সাধন এক ভাবে চলেনা, সাধন এক ভাবে চলেনা
গুরুর করণ অসীম তারণ, যে ভাবে যার আছে জানা।।
জগতে এক হরি ধন, সাধন হয় বহুবচন,
যেই ভাবে ডাকে যে জন, সেই ভাবে দেখা পায় সেই জনা
কেহ আল্লা কেহ হরি, বুদ্ধ কেলে সোনা,
মনের গরল ফেলে সরল,
নৈলে একমন ভিন্ন দেখা পায়না।।
যে পেয়েছে নামে মধু, পান করে সে হয় সাধু,
সাধন করিছে শুধু, নিরলে ভাবে তার ভাবনা
গৃহে কিবা জঙ্গলেতে পাহাড় ঠিকানা,
তারা সাধন করে বিরাগ ভরে, নিয়ে গুরুর উপাসনা।।
যাদের কুমতি লাগে, সুমতি আগে ভাগে,
কায় তারে ছয় রপু ছাগে,
ধর্ম্মের দিক ভক্তি জ্ঞান থাকেনা
টাকা পয়সা অর্থ সম্পদ, জোর জুলুম কারখানা,
হিংসা নিন্দা পরদারি, ডেকে লয় সে যেতে দেয়না।।
আদিত্যের এই বচন, দীনা তুই করিস সাধন,
রিপুর বস হইসনে কখন, পানি সেই অধর কেলেসোনা
হরি-গোসাইর বাক্য ধরে করগে সাধনা,
তুই ধর্ম্মের প্রতি রাখিস মতি, শমনের ভয় আর রবে না
 
লোক শিক্ষা
রাগিনী কেলেংড়া
১১৭তাল-ঠুংরী
হিন্দু আর মুসলমান, সবে এক পিতার সন্তান
ছেড়ে সবে অভিমান থাক ভুতলে
পতন হইওনা ভাই হিংসা আনলে।।
এবার দেখতেছি দুনিয়ায় আসি,
মারা মারি দ্বেষা দেষি,
কতই যে রাশি রাশি হতেছেরে ভাই
মুখেতে নাই আল্লা হরি, তাতে প্রাণে কষ্ট ভারি,
সহ্য না করিবে হরি কোন কালে।।
ভবে ভাই ভাই সবাকার বিবাদ কৈরনা আর,
হিংসা হিংসি করে সবে, হওনা পয়মাল
যেই আল্লা সেই হরি, মিছে কর বাড়াবাড়ি,
আখেরেতে যেয়ে জবাব দিবা কি বলে।।
মনে ভেবে দেখ ভাই গণ, এক মাটিতে গঠন,
এক মাটিতে চলাফেরা, সেই মাটিতে পতন
কোথা রবে ঘর বাড়ী যেতে হবে এসব ছাড়ি,
আমার আমার দিন দুই চারি, যারা সব ফেলে।।
ভাইরে যাদের আছে যেই ধর্ম্ম সবে কর তার কর্ম্ম,
কেহ কারব ধর্ম্ম নিন্দা কৈরনা
ধর্ম্ম নিন্দা করলে পর, পাবানা আর কুল কিনার
দুর্গতি ঘটিবে তার, অন্তিম কালে।।
ভাইরে ভেবে দেখ এই ভাবে, জোরামালী করে সবে,
কতদিন আর থাকা যাবে, ভাবেরি মাঝার
বোকা দ্বীনবন্ধু কর কর্ম্ম, তবে পাবি হরি ব্রহ্ম,
তবে যদি তেযতে পার, ঐ ধর্ম্ম বলে।।
 
লোকশিক্ষা
রাগিনী-উল্টাকেশী
১১৮তাল-গড়খেমটা
এবার মৃত্যু কাছে এল, এবার মৃত্যু কাছে এল
আছে যার যেই ধর্ম্ম, সে তার কর্ম্ম করে সবে বেহেস্তে চল।।
হিন্দুস্থান পাকিস্তানে, হিন্দু আর মুসলমানে,
সুস্থ প্রাণে একমনে, যাদের যেই ধর্ম্ম সে তাই পাল
দ্বেষহিংসা ছেড়ে দেও সবাই, রসাতল সব গেল,
ঐ দ্বেষ হিংসা দুষ্টামির পাপে, ব্রহ্মান্ড ডুবিয়া গেল।।
যত হিন্দু মুসলমান, সবে এক খোদার সন্তান
কেউ জপেনা খোদার নাম,
মিছে পাপ কর্ম্মে দিন ফুরাল
এখন পাপে ধরা, বোঝাই সারা, করে টলমল,
তাইতে হরি ক্রোধ করি, ধ্বংসের পথ গঠন করিল।।
এমন সোনার রাজ্যে অগ্নি লেগে,
মানব কিবা কীট পতঙ্গে,
পশু পাখী অগ্নির সঙ্গে, পুড়ে সব ভষ্মময় হইল
খোদার ঐ ক্রোধ অনলে জীব সকল পড়িল,
উঠল প্রলয় হুহুংকার বাজল সংসার, ক্রদনের ঐ রোল উঠিল।।
দীনবন্ধুর এই বাণী, পাপের ভার সয়না মেদিনী,
উদ্ধারের সেই কর্তা যিনি, এ ধরা ছেড়ে লুকাইল
যত হিন্দু মুসলমান, ছেড়ে গুমান, আল্লা হরি বল,
এবার মালিক জনকে রাজী করে ভবের পারি বেয়ে চল।।
 
লোকশিক্ষা
রাগিনী-উল্টাকেশী
১১৯তাল-গড় খেমটা
তবু হরি নাম করেনা, তবু হরি নাম করেনা
লোকে দু®কৃতি স্বভাবের দোষে, কত পায় দুঃখ যাতনা।।
শ্রীহরি ভাবে মনে, দিব দুঃখ জীবের প্রাণে,
নাম নিবে প্রাণ পণে, পাপ কর্ম্মে কখনও যাবেনা
জীবে পেলে রুষ্ট, ভাবে কষ্ট, ঐ কর্ম্ম ভুলে না,
আর গালি মারে হরির ঘাড়ে, তবুও সংজ্ঞান আসেনা।।
পোড়া পোড়ি, মারামারি, হতেছে জগত ভরি,
তাই দেখে হাহাকার ভারি, ভাবে তাই দেহমান রবে না
হায় হায় কি করিব, কোথা যাব, সদা এই কল্পনা,
কেবল দুব্বুদ্ধি আর অসার চিন্তা, হরি নাম মুখে আসেনা।।
যেমন মাছ মাছি মশা, মৃত্যুস্থানে করে বাসা,
তেম্নি মানুষের দশা, দেখতেছি কলিতে নিশানা
প্রাণে হয় হত তবু যত, অসৎ পথে হানা,
যেখানে হয় না সংকীতর্তন, তাতে কখন মন চলেনা।।
আদিত্য কয় দিন হয় গত, দীনার মন হলনা রত,
হয়ে রিপুর বশীভুত, কুচিন্তা কর কেন জপনা
হরি গোসাই বলে তরতে হলে, হরি নাম ভুইল না,
ও তুই হাতাকারে পড়বি ফেরে, ছেড়ে দে সব কুভাবনা।।
 
বিচ্ছেদ
রাগিনী-ভুরুপানী
১২০তাল-ঠুংরী
আমার মনের আগুন নিবাইবগো
মনের মানুষ পেলেম না এদেশে
আমার মনের আগুন জ্বরছে দ্বিগুণ গো,
হারে দগ্ধ হয় হৃদি আকাশে।।
আমি মনের মানুষ পেতম যদি,
তারে বলতেম দুঃখ নিরবধি
আমার ঘুচে যেত আশা নদী গো,
হারে মানুষ ধরিব কোন বেশে।।
আমি কেন বা এই দেশে এলেম,
আমার বন্ধু বান্ধব হারইলেম
আমর মনের মানুষ না পাইলেম গো,
হারে আমার আপন কর্ম্ম দোষে।।
আমি মন মানুষের দেশে যাব,
ও তার চরণ ধরে সদা রব
আমার মনে আগুন নিবাইব গো,
হারে ও তার চরণ সহবাসে।।
দীনা কয় মোর মন উদাসী, আমি হব ওড়াকান্দী বাসী
হব হরিচাঁদের চরণ দাসী গো,
(হারে) হব মনেরই উল্লাসে।।
 
রাগিনী -শানিরা
১২১তাল-একতাফ
সখী নিল না রাখিল আমায় এসুখ সংসারে
আমি সহিতে না পারি, ওহে সহচরী,
উপায় কি বল আমারে।।
হরি হরন করে নিল মোর প্রাণ, রাখালনা মোর একুলমান,
সে বিনে বাঁচেনা পরাণ, ও গো ও প্রাণ সজনী
ওসে অনাথিনী বলিয়ে, আমায় গেল ফেলিয়ে,
আমি তারে ধরি কেমন করে।।
আমার মনের আগুন জ্বলে সদায়, কোথ যেয়ে এ প্রাণ জুড়াই,
বন পোড়া হরিণের মত, আমি ঘুরিয়ে বেড়াই
আমি কার কাছে যাব মন কথা কব,
আমার অন্তরের দুঃখ রয় অন্তরে।।
সখী মোর অন্তরে নাই কোন সুখ, দুঃখে আমার ফেটে যায় বুক
কবে আমি দেখব তার মুখ, কবে যুড়াব জীবন
আমি তার কাছে যাব, এদেশে না রব,
আমার মন প্রাণ দিয়াছি তারে।।
আমি ঐ দুঃখেতে হয়ে দুঃখি, আকুল হৃদয়ে ডাকি,
হরি আমায় কর সুখী, আমার অন্য আশা নাই
দীনা বলে মন বাসনা, পূর্ণ কেন হলনা,
হরি নিদয় কেনে হইলা মোরে।।
 
বিচ্ছেদ
রাগিনী-ভুরুপানি
১২২তাল-ঝাঁপ
আমার কর্ম্ম দোষে হলেম দোষী রে,
এখন আমি কার কাছে দাড়াব
নিজের দোষে দোষী করে রোষিরে,
হারে দুঃখ কার কাছে জানাব।।
আমার কর্ম্ম দোষে এই ঘটিল,
আমার অশান্তিতে জীবন গেল
আমার শান্তির প্রয়ার ভেঙ্গে গেল,
হারে এখন কোথা চলে যাব।।
আমি কার কাছে কই মনের কথা,
এমন বান্ধব পাব কোথা
(আমার) কে বুঝিবে মন ব্যথারে,
হারে কবে প্রাণে শান্তি পাব।।
হরি আমায় কেনে দিলে ভবে,
আমার এই ভাবে কি জনম যাবে
আমার হেন ভাগ্য কবে হবে
হারে কবে হরির দেখা পাব।।
দীনা বলে এই কি ছিল,
আমার জনম নিয়ে কি ফল হল
হরি গোসাই আমার উ পায় বল,
(হারে) কবে কর্ম্ম পাশ ঘুচাব।।
 
বিচ্ছেদ
রাগিনী-কাহিনা
১২৩তাল-ঝাঁপ
আমি উপায় কি করিব রে,
আমার মন মানে না
আামর মন বলে যাই চলিয়ারে-
দিবা নিশি এই ধারণা।।
আমার বিবেক বন্ধু বিমুখ ছিল
বাধ্য হয়ে কাছে এল
আমার অজ্ঞান অন্ধ ছেড়ে গেল,
জন্মে জ্ঞান সুমতি জনা
আমার দুষ্ট ভগ্নি হয় কুমতি, যাত্রা কালে করে স্তুতি
(অনুরাগ) ভ্রাতা চঞ্চলা অতি,
আমায় গৃহে রৈতে দেয় না।।
আমি মায়া মাতা তেজ্য করে,
যাব এখন কি প্রকারে
আমি সদা ভাবি তাই অন্তরে,
আমার মায়া মাতা আর ছাড়ে না।।
হরি গোসাইর করণ চোটে, মায়ার বন্ধন যাবে কেটে
এবার দীনা বলে নিস্কপটে,
(চলে) যাব কেন শুনি মানা।।
 
রাগিনীÑঅরুন ভাণ্ডার
১২৪তাল-ঝাঁপ
ভাবি অন্তরে-
আপন বলতে কেউ নাই সংসারে
আমি যারে আপন আপন বলিরে
হারে আমার সে হয়ে যায় পররে।।
আমার সুজন বন্ধু ছিল ছয় জন, তারা বিমুখ হল,
ওহে পিতা, মায়া মাতা, তাজ্য করে গেল,
আমি ছয় বন্ধুকে করে বাধ্য রে,
(হারে) কবে ওড়াকান্দী যাব রে।।
আমার আমোদ আহ্লাদ দুটি পুত্র, করে নাম সংকীর্ত্তন;
কুমতি মহিষী এসে, করিতেছে বারণ
আমি সামর্থ ভ্রাতাকে দিয়েরে;
হারে তারে তাড়াতেছি ভারিরে।।
আমি চৌষট্টি মহন্তের সঙ্গে, হইব মিলন,
শান্তি হরির যুগল রুপে, রাখব দুট নয়ন
আমি রূপের ঘরে দিয়ে আখিরে,
হারে বসে রব রূপের কাছেরে।।
স্বামী হরি চরণ রূপে কিরণ, হেরিয়ে সদায়,
চাঁদ বদনে আকুল প্রাণে হরিনাম গুণ গায়
পায়না এক বিন্দু তার, দীনা বর্ব্বর,
(হারে) ঐ রূপ পায়না আপন দোষেরে।।
 
বিচ্ছেদ
রাগিনী-শনিরা
১২৫তাল-একতাফা
বন্যার তরঙ্গে মরি আতঙ্কে,
প্রণ মানেনা ভেবে মরি আমি উপায় কি করি,
মরি প্রলয় অনলে-বিরহ বিষানলে,
তরঙ্গ তাই হল ভারি।।
আমার প্রেম মহিষী হল আকুল, ভাব রসিকে হল বেকুল,
নয়ন জলে ভাসে দুকুল, তাতে ধরা ভেসে যায়
এবার উঠে গেল তুফান, ক্ষণে ক্ষণে অজ্ঞান,
অসুস্থ সে আছে পড়ি।।
তুফান স্বর্গ মর্ত্ত পাতাল ভূতল,
ছেদন করে সে সপ্ত তাল, ঢেউ লাগিয়ে মুক্তি তরু,
আমার সকল ভেসে যায়
আমি উপায় কিবা করি, ডুবে বুঝি মরি,
আমার দেহ বাঁচাই কেমন করি।।
এবার প্রেম বন্যা হইল ভারি, ধৈর্য্য হতে নাহি পারি,
কি করিতে কি না করি, প্রাণ মোর হতাশ হয়ে যায়
আরও ফল বৃক্ষ যা ছিল বন্যায় ভেঙ্গে নিল,
ছুটে গেল মায়ার ভেরী।।
স্বামী হরিচরণ, জেনে কারণ, প্রেম অনুরাগ করে ধারণ,
হুঙ্কারে কাম করে বারণ, সদা প্রেমানন্দে রয়
ভেবে আদিত্য কয়, প্রেম বন্যায় সব ডুবে যায়,
দীন ডুবে থাক গে মরি।।
 
বিচ্ছেদ
রাগিনী-শানিরা
১২৬তাল-একতাফা
হৃদয় আলোকে মনের পুলকে
হরিনামের হুঙ্কারেতে করব দশ ইন্দ্রিয় বস,
ঐ নাম হৃদয় ধামে নিব দমে দমে
কাম দস্যু হইবে বিনাশ।।
হরিনামের ঝঙ্কার শুনি, পাগল হয় শূল পানি,
চিত্তগুহ দিন রজনী, আমার নাচে সর্ব্বদায়
ভগ্নি আমোদ আহ্লাদিনী; পতিœ বিরহিনী,
তারা নেচে পুরায় মান অীভলাষ।।
আমার দেখে শুনে সে সব কাণ্ড, কম্প হয় হৃদি ব্রহ্মাণ্ড,
ধর্ম্ম পূন্য সকল পণ্ড, আমার কিছুই না রয়
ভেঙ্গে মোক্ষ মুক্তির বাসা, করিল এই দশা,
আমায় সব দিকে করিল নৈরাশ।।
আমি অজ্ঞান রাজার রাজ্য ছেড়ে,
আসিলেম জ্ঞান রাজার ঘরে,
বিবেক মন্ত্রীর অত্যাচারে, ঘরে থাকা বিষম দায়
আরও অনুরাগ চাপরাসী, যাতনা দেয় আসি,
ও তার যাতনায় মোর প্রাণ হয় হুতাশ।।
হরি গোসাইর পদে হয়ে আলি, কুলে দিয়ে জলাঞ্জলি
মায়া মাতা ছেড়ে চলি, যাব ভাগ্যে যাহা হয়
বোকা দীনবন্ধু বলে, প্রাণ যায় আমার জ্বইলে,
কেন আমি নিলেম ঐ বেশ।।
 
বিচ্ছেদ
রাগিনী-অরুণভেরি
১২৭তাল-ঠুংরী
আমায় ছাড়িল বহুদিন ধরে কি দোষেতে পাইনে তারে
আমি আশা করি দুঃখ ভারি, দেখা দেয়না অভাগীরে।।
আমি আশা করি পাব পাব,
পেলে পরে ঐ চরণে; বিকায়ে রব
আমার সে কল্পনা, তাই হলনা
কাজ কিরে ছার জীবন ধরে।।
আমি এ দেহ আর রাখি কি কারণ,
এ জনমের মত যেয়ে ত্যজিব জীবন,
যাব আকুল প্রাণে, দারুণ বনে,
জীবন থাক কানন ভিতরে।।
আমি বেহাল বেশে বনে এসে,
ঘুরে ঘুরে বেড়াতেছি সদা হুতাসে
আমার হয়না মরণ এছার জীবন,
বিসর্জ্জন দেই কেমন করে।।
আদিত্য কয় দীনবন্ধু শুন,
গুরুর দেহ মিছে যেয়ে কেন কর বিসর্জ্জন
হরি অপরাধী মরবি যদি,
হরি গোসাইর থাক চরণ ধরে।।
 
বিচ্ছেদ
রাগিনী-অরুণভেরি
১২৮তাল-ঠুংরী
আমায় ফাঁকি দিয়ে এই করিলে, কোথায় যেয়ে লুকাইলে
অনাথা অবলা আমি, তাই জেনে কেন নিদয় হলে।।
তারে যদি ধরা পেতেম একবার,
প্রাণ অন্তে ছাড়তেম না কখন বাসনা আমার
আমি কেমনে ধরি সহচরী, কবে রব রূপ নেহালে।।
কো সন্ধানে তারে ধরি সই,
(বিরহ) যাতনায় মরি বল, কেম্নে ঘরে রই
আমি যখন ভাবি রূপের ছবি, তরঙ্গ ভীষণ উথলে।।
আমি অনুমানে রব কতদিন,
বর্ত্তমানে পেলে হয়ে রইতেম চরণের অধীন
রইতেম কায়োমনে শ্রীচরণে, চিরদিনের দাসী বইলে।।
আদিত্য কয় পেতে চাও যদি,
চাতক হয়ে তারে ভেবে, রও নিরবধি
দীনা কয় সখী বল, মন নাই সরল, ধরি তারে কি কৌশলে।।
 
বিচ্ছেদ
রাগিনী-অরুণ ভেরি
১২৯তাল-ঠুংরী
গুরু তোমার জন্যে এই অরণ্যে-এলেম আমি পাব বলে
আমি ঘুরে বেড়াই যেখানে যাই, দুঃখের ছেড়া কাঁথা গলে।।
আমি কোন গুণেতে পাই গুণনিধি,
(ভক্তি) শূন্য দেহ লয়ে বনে রই নিরবধি
বেড়াই বনে বনে, অধম পানে, চেয়ে দেখ নয়ন মেলে।।
বল গুরু থাক কোন খানে,
(দেখা) দিয়ে প্রাণ রাখ নইলে মরি জীবনে
কেন হলে নিদয়, নিদান সময়
বাঁচি তোমার দেখা পেলে।।
আমায় এই ভাবেতে রাখবা কতদিন,
মন পোড়া চাতকীর মত, আছি রাত্রি দিন
কর দুঃখ মোচন হে গুরুধন,
স্থান দেও তোমার চরণ তলে।।
হরি গোসাইর কঠোর করণে,
গৃহ ছেড়ে এলেম আমি নিদারুন বনে
আদিত্য কয় সুবচনে, দীনাগুরুর চরণ জাসনে ভুলে।।
 
রাগিনী-অরুণ ভেরি
১৩০তাল ঠুংরী
আমার প্রাণ নিয়েছে প্রাণ বল্লভে-
মন হল মোর বিদেশবাসী।।
বেড়াই দেশ বিদেশে, হা হুতাসে, দুঃখের তরঙ্গে ভাসি
হয় না দেখা প্রাণ বন্ধুর সনে,
(আমায়) বহুদিন হয়ে ছেড়ে গেল নাই বুঝি মনে
রইল কোথায় গিয়ে, কেমন হিয়ে, দয়াময়া নাই এক মসি।।
অসহ্য বিরহে অনলে, তার জন্য হৃদপর্ণ কুঠীর
আমার যায় জুইলে
আমি হায় কি করি, সহচরি, হল মন আমার হুতাশি।।
যাব আমি প্রাণ বন্ধু কাছে,
চরণের দাস হয়ে রব, সে যথায় আসে
আমি চরণ পাশে, মন উল্লাসে, বসে রব দিবানিশি।।
মন আমার হল চঞ্চলা, প্রেম নিধি তরঙ্গিনী, হল উতলা
দীনা কয় অন্তিমের বেলা, হরি হই যেন চরণের দাসী।।
 
রাগিনী-অরুণ ভেরি
১৩১তাল-ঠুংরী
যে জন ভাব সাগরে ঝাপ দিয়েছে
তার কিরে আর ভাবনা আছে।।
সদা বলে হরি, অতল বারি, মায়ার ভেরি ছুটে গিয়াছে।।
ভাব সাগরের কুল কিনারা নাই,
(ও তার) তিনটি ধারা, বহে সারা দিবা বিভা ঠাঁই
দেখে তুফান ভারি, দিশে হারি, অজ্ঞান বন্ধু এল কাছে
অনুরাগ এক বান ডেকে সাগর,
ভীষন গর্জ্জিয়া উথল দিচ্ছে ভয়ঙ্কর
খিলে আকাশ, পাতাল, সে সপ্ত তাল;
মহা প্রলয় ঘটিয়েছে।।
প্রেম বারির উত্তেজনে, মহা বিপ্লব, বৃক্ষাদি সব, বিশ্ব জীবজনে
যত সাধু মকর, হয়ে বিভোর তরঙ্গে সাঁতার খেলতেছে।।
হরি গোসাই বলে দীনা শোন,
ভাব সাগরে মকর সেজে করগে ভ্রমণ
হইলে অনুগত, মনের মত, থাকবি মন মানুষের কাছে।।
 
বিচ্ছেদ
রাগিনী-অরুণ ভেরি
১৩২তাল-ঠুংরী
আমার প্রাণ ঘৃত আহুতি দিলেম, হে গুরু তোমার নাম যজ্ঞে
আমার কঠিন হৃদয় হে দয়াময়,
(তোমায়) দিলেম এখন যা দেও আজ্ঞে।।
আমি জ্ঞানের অগ্নি জ্বেলেছি এবার,
(মায়া) বিল্বপত্রে, ঘৃত মেখে, দিলেম তার উপর
দিলেম জীবন যৌবন, ও গুরুধন, কর যা হয় উপযুগ্যে
ভক্তি চন্দন দিলেম পদঠাঁই,
আনন্দেতে নেচে বেড়ায় আমার ভাগ্যজোড়ের ভাই
আমার বিবেক বুদ্ধি পুত্র দুইজন, মগ্ন হয়ে নাচে অগ্রে।।
প্রেম অনুরাগ সহায় রেখে তায়,
যজ্ঞ করি কাতর হিয়ে, তোমারি আশায়
আমার বলতে যে সব ছিল, সব দিলেম ঐ মহাযজ্ঞে।।
দীনা কয় মোর চিত্ত গুহে,
আমোদ আহ্লাদ দিবানিশি আছে উৎসাহে
জ্বেলে পঞ্চবাতি করি স্তুতি, হরি গোসাইর ঐ সুÑআজ্ঞে
 
বিচ্ছেদ
রাগিনী-অরুণ ভেরি
১৩৩তাল-ঠুংরী
আমার হৃদয় কানন হে গুরুধন, আবাদ কর শ্রীপদ পরশনে
আমার হৃদয় কানন অতি ভীষন, কাম-ব্যঘ্র রয় সেই বনে।।
কাম ব্যাঘ্রের ঐ ভীষন গর্জ্জনে,
বনজন্তু পালিয়ে যায় দুর্গম অরণ্যে
আমি বলব আর কি, যত পাখী,
ভয়ে কম্প রয় গোপনে।।
কাননে কি সহর গ্রামে,
বায়ুভরে কাম ব্যাঘ্র, দিন রাতি ভ্রমে
থাকলে বেহুসিয়ারে, খায় সে ধরে,
সারা করে জানে প্রাণে।।
বনে আঠার জন, আঠার পাশে,
অস্ত্র হাতে গোপনেতে, রয়েছে হুসে
বনে করে ধাববান, আরও নয়জন,
আছে কাম ব্যাঘ্রের ঐ অন্বেষণে।।
জ্ঞান অনুরাগ ব্যাধ হয় দুজন,
(ব্যাঘ্র) মারবার লাগি, চির যোগি রয়েছে চেতন,
তবু তার ভিতরে, ব্যাঘ্র বরে,
আহার করে দিন দিনে।।
আদিত্য কয় চাও যদি মুক্তি,
হরি গোসাইর কাছে গিয়ে শিলে কও যুক্তি,
দীনবন্ধুর এই ভাব উক্তি,
(গুরু) ব্যাঘ্র মার কৃপা বাণে।।
 
বিচ্ছেদ
রাগিনী-ভেন্ডিল কাহিনী
১৩৪তাল-ঝাপ
দয়াল হরিচাঁদ তুমি আমায়, ঘরের বাহির করলারে হরিচাঁদ
করে দেশান্তরী দীন ভিখারী রে এখন আমায় কেনে দিলে বাদ।।
এক দিন রূপ দেখালে মোরে, প্রাণ তো ফিরে যায় না ঘরে
আমি সেইরূপ আর দেখলেম না ফিরে,
আমি ধরব বলে রূপের চাঁদ।।
রূপ দেখায়ে পাগল করে,
কোথা গেলে আমায় ছেড়ে
আমি বাঁচিনা আর ঐ রূপ বিনেরে,
মোরে কর রূপের আত্মসাত।।
রূপের ঘরে দিলে আখি, অন্য দিকে ধায় মন পাখী
আমি কেমন করে সে রূপ রাখিরে,
ক্ষামার মন প্রাণ ধরে কু পথ।।
দেশে বিদেশে বেড়াইর ঘুর, করলে সে রূপের ভিখারী,
দীনা রয় আকক্সক্ষায়, ঐ রূপ সদায় রে,
দেখলে ঘুচে আমার কর্ম্মফাঁদ।।
 
বিচ্ছেদ
রাগিনী-উরুশেন
১৩৫তাল-ঝাপ
হরিচাঁদের যুগল মুরতি, আমি দেখব দিবা রাতি
আশা করি আকুল মনে
আমার আশায় আশায়, জনম গেল হে
আশা পূর্ণ হইল না কেনে।।
হরি মন প্রাণ নিয়ে হরে, বসত করে নিরন্তরে,
যাব আমি তার কাছে এবার
তিনি যেখানে রয়, মন চোরায় রে,
সেই খানে যাব অন্বেশণে।।
মন প্রাণ নিয়ে বসে রল, আর না পুঃন দেখা দিল
না জানি কোন পাষাণ হিয়ে তার
এখন আমার কথা নাই বুঝি মনে,
আমি বাঁচিনা আর সে বিনে।।
আমি ঐ রূপেতে নয়ন দিয়ে, থাকব পদে বিকায়ে,
এ জীবনে আসিব না আর
সদা রূপের সনে, নয়ন রাখব হে,
যুগল রুপ দেখব রাত্রি দিনে।।
আমি সে রূপের পাব দরশন,
শান্তি হবে আমার জীবন, তবে আমি হয়ে রব তার
হরি গোসাই বলে, নেহারিলে রে,
দীনা রূপ দেখবি রাত্রি দিনে।।
 
নারী শিক্ষা
রাগিনী-লম্পট
১৩৬তাল-খেমটা
আমি বলব কিরে ভাই
কলির কাণ্ড দেখে শুনে দুঃখে মরে যাই
ভবে মান্য গণ্য হল শুণ্য দেখিতেছি সর্ব্ব ঠাঁই।।
জন্ম দাতা পিতা মাতা, আন্দ ভরে,
ছেলে বিয়ে, করায় নিয়ে উৎসাহ করে
নিচ্ছে পরের কন্যে, শান্তির জন্যে
শান্তি থাক হয় ঘরের বালাই।।
মাসেক দুমাস, শান্তিতে বাস করে বুড়া বুড়ি,
তার পরে অলক্ষ্মীর ভাণ্ড, দোষী হয় ভারি
তারা কথায় কাজে দোষী সাজে,
দোষ ভিন্ন যশ ভাগ্য নাই।।
বধুরাণি ক্রোধে তিনি বলে বুড়ি হাঙ্গর,
ঠোঁটটা ঝুলায় বাঁদরের ন্যায়, যেন পোড়া বাদুর
আরও স্বামীকে কয়, ঐ নির্ব্বংসিয়ায় না মরিলে শান্তি নাই।।
টাকা খেয়ে দিল বিয়ে, আমার বাবা মায়,
অসুরটাকে নিয়ে আমি ঠেকেছি দায়
বলে নিরবধি, ঝোলঅয় যদি, এটা নিলে বেঁচে যাই।।
কু-বুলি আর কু-কর্ম্মেতে, ডুবল এ ভুবন,
ঘুচাও সবার, এই ব্যবহার, ওহে ভগবান
কর বাঞ্ছা পূরণ ও গুরুধন, দীনারে দেও পদে ঠাঁই।।
 
নারী শিক্ষা
রাগিনী-উল্টাকেশি
১৩৭তাল-গড়খেমটা
মরি নিজের ব্যবহারে
মরি নিজের ব্যবহারে
মোদের নাই একতা, ভণ্ডকথা,
ব্যভিচারি ঘরে ঘরে।।
সাম্নে রেখে পিতা মাতা, বলে কুছার কুৎসিত কথা,
শুনে লাগে প্রাণে ব্যাথা,
যে বোল শুনি নাই সেই বোল ধরে
শুনে কুৎসিত গালি, কুৎসিত বুলি, লজ্জাতে যাই মরে,
হায়রে দারুন বিধি, নিরবধি, এই কথা কি শুনতে পারে।।
খুড়ী পিসী জ্যেঠি মাসী, মান্য নাই দিবানিশি,
ব্যভিচারে মত্ত বেশী, মান সম্মান লজ্জা ফেলে দূরে
গ্রামের যত মান্যবান, তাদের মান্য নাইরে,
তার থেকে ওর মান্য বেশী, বেমানীর মান গেছে বেড়ে।।
মুখেতে নাই হরিনাম, সদা কুবলি কু-কাম,
সৎলোকের ঘটায় বিষম, যাহাতে নাম নিতে না পারে
সতের সঙ্গে করে ভঙ্গ, দুষ্টা দুরাচারে,
ও তার সতের সঙ্গ নেওয়া হয়না কলি দুষ্টের অত্যাচারে
আরও কু-চরিত্র হলে নারী, মানেনা শ্বশুর শাশুড়ী,
স্বামী ভাসুর তুচ্ছ করি, ভ্রমে সে নগরে নগরে
তিনি ঝগড়ার নালা পেলে জ্বালা বাঁধায় তথাকারে,
নারীর মুখের কথায়, করে প্রলয়,
ব্রহ্মাণ্ড ডুবাতে পারে।।
 
নারী শিক্ষা
রাগিনী-উরুশেন
১৩৮তাল-ঝাপ
স্বামী হল মেয়ের ভগবান, পুজ বর্ত্তমান আর অনুমান,
রিপুর বশে যেওনা ভুল্
রে এবার স্বামী ধর, পূজা করহে,
নৈলে উদ্ধার হবা কোন বলে।।
স্বামীর পদে ভক্তি রেখ, সদায় বাসধানে থেক,
রতি মতি দিও স্বামীর পায়
সবে স্বামীর মতে, মত রাখিও হে,
নৈলে যেতে হয় রসাতলে।।
মাতা পিতা তুষ্ট হয়ে, বর এনে দিল বিয়ে,
সাধন ভজন করিবার আশায়
হল স্বামী গুরু, কল্পতরু হে,
কল্পনা রেখ তার চরণ তলে।।
স্বামী স্ত্রী ঐক্য হয়ে, সাধন কর একমন দিয়ে,
মুক্তি পাবে অন্তিম সময়
দয়াল হরিচাঁদের, দয়া হলে হে,
দুজন শান্তি ধাম যাবে চলে।।
মহা সতী তারার পতি, নিধন করে জগৎ পতি,
রামায়নে শুনিয়াছি তাই
তখন রামের শরে, বালি মরে হে,
তারা অভিশাপ দেয় সেকালে।।
সেই অভিশাপ রাম নেয় বেধে, সীতার শোকে বনে কাঁদে
এড়াতে না পারে দয়াময়
ভেবে বলে দীনা কুল পাবানা হে
স্বামীর চরণ পূজা না হলে।।
 
রাগিনী-উল্টাকেশী
১৩৯তাল-গরখেমটা
দুঃখ হয় যার কর্ম্ম ফেরে- দুঃখ হয় যার কর্ম ফেরে
ভক্তি মুক্তি তপঃস্বর্গ নিরসন তাই হয়ে যায় রে।।
 
তিন প্রকার আছে নারী, এ ভব সংসার ভরি,
সাধ্বী, ভোগ্য, কুলটা নারী, তাহারা এই তিনটি নাম ধরে
পরকালের ভয়ে কেহ, সাধ্বী নারী হয় রে
ও তার পতির মনকে তুষে সদা, অতি যত্ন সহকারে।।
 
আপনার যশ কীর্ত্তি, রটাবার জন্য অতি,
কাম বশ রাখিতে সতী, বসিয়ে পতি সেবা করে।।
ভোগ্যা নারী চলে ভারী, বস্তু অলংকারে,
বিলাসিতার অনুগত হয়, পতির সেবা করে
 
কুলটা রমনী যারা, অন্তরে কপট করা,
অবনী মাঝার তারা, ঐ রূপে পতি সেবা করে
বশ্যতা দেখায়, পতিরে তায়, দুর্বুদ্ধি অন্তরে,
কামবশে অন্য পুরুষ, মনে মনে বাঞ্ছা করে।।
 
আত্মরাম জনে যাহা, বুঝিতে পারে তাহা,
অন্য জনে নাহি তাই, কখনে বুঝিতে না পারে
হরিগোসাইর বচন, দীনা দুর্জ্জন, মরিসনে কাম শরে,
তুই অনুরাগ ধনুক শর নিয়ে, দাঁড়িয়ে থাক রূপের দ্বারে।।
 
রাগিনী-জয়জিয়ালই
১৪০তাল-কহরাবা
যে জন সতী নারী হয় পরিত পদে মনকে বেধে মহানন্দে রয়
যিনি সৎ কুলোদ্ভবা কন্যা তিনি পতিব্রতা হয়।।
অসৎ কুল জাতা কন্যা পিতৃ মাতৃ দোষে,
কুলটা হইয়া তাকে সর্ব্বশাস্ত্রে ঘোষে
ওসে স্বর্গ বেশ্যা অপ্সরা গনের জন্ম তারা হয়।।
স্বামী যদি গুণবান তবুও কখন,
করে না তাহার সেবা, গুণ দিয়া মন
করে নিন্দা ভৎসন, সে সর্বক্ষণ এই ব্যবসা সদারয়।।
অগ্নি মধ্যে সর্প মুখে, কন্টকের বন,
বসতি করা সহ্য হয়, তবুও কখন
তবু দুষ্ট নারী, অতি ভারি, সঙ্গ করা নাহি যায়।।
ভেবে হরি গোসাই বলে, শুনহে সবায়,
রমনী কলে দুষ্টা, কিন্তু কভু নয়
ওরে শুনরে দীনা, মন দিলিনা, কেন গুরুপতির পায়।।
 
রাগিনী-উরুশেন
১৪১তাল--ঝাপ
শুন বলি কুল বালা গণ-সবে রক্ষা কর পতির মন,
পতির রণ ভজসর্ব্বদায়
পতি না ভজিলে কোন কালে হে,
ও তার মুক্তি নাই আর এ ধরায়।।
পতিতে বঞ্চনা কৈরে যে অন্যকে আম্রয় করে,
কুম্ভিপাকে পরিয়া সে রয়
উঠলে প্রহার করেÑযম কিঙ্করে হে,
দিবানিশী কীটগণ দংশে তায়।।
চন্দ্র সূর্য্য স্থিতি কাল রয়, সে নারী থাকেন তথায়,
ঐ রূপেতে সদা কাল কাটায়
ভীষণ প্রহার করে, নাহি মরে হে, বিকৃত ভীষন শব্দ করয়ে।।
কুল ধর্মের ভয়ে পরি, পতির বসগা যেই নারী,
অন্তিমে বস বৈকুণ্ঠে তার হয়
পতি ভজ সবে, সুখে রবে হে, পাবে গোলক পতির পদাশ্রয়।।
সতী বসুন্ধরা বলে, পতি নিন্দুক যে সকলে,
তাদের ভার মোর, সহ্য নাহি হয়
দীনার কাতর বচন, কুলবালগন,
রতি মতি রাখ পতির পায়।।
 
রাগিনী-জয় জিয়ালই
১৪২তাল-কাহারবা
সবে পতি কর সার, পতি বিনে সতী নারীর গতি নাইরে আর।।
ভবে অসতী না পারে কভু  পতির মনকে তুষিবার।।
অসতি যে করে লয় ঐ পর পতি আশ্রয়,
সদাচারে মন-প্রাণ তার কখন না যায়
সদা কুৎসিত বুলি কু-কর্ম্মেতে মত্ত থাকে অনিবার।।
ভর্ৎসনা স্বামীকে নারী করে দিবা নিশী,
শ্বশুর শাশুরী হয় যেন দাস দাসী
কথা কয় না স্পষ্ট, প্রাণে কষ্ট দিয়ে চলে নিরন্তর।।
দুর্ব্বাক্যেতে দুর্শ্চারিনী পরানে কষ্ট দেয়,
নিজা দেহ শান্তি রেখে, তাদের খাটায়
খাটে নিরবধি তবু যদি, খেতে সইতে কষ্ট তার।।
পুত্র হয়ে নারী বাধ্যে থাকিয়া সদায়,
বুড়া বুড়ির উপরে কুৎসিত গালি দেয়
তাতে শাপ গ্রস্থ ব্যাধি যুক্ত নরকে বাস বংশ তার।।
দীনা বরে মাতাগুণ শুন বলি তায়,
শ্বশুর শাশুরী পরম পূজ্য এ ধরায়
পুজো তাদের পদ, পতি ভজ, এ ভিন্ন গতি নাই আর।।
 
দীনবন্ধু গোসাইয়ের পান্ডুলিপিতে পাওয়া
কয়েকখানা নতুন গান সংযোজিত হইল
আসর গান
রাগিনী-পালা গানের সুরে
১৪৩তাল-একতালা
যেন মম নেত্র কোনে হেরি নিশিীদিনে
বসাইয়া হৃদি উত্তম আসনে
আমার কঠিন হৃদয় এসে দয়াময়,
আনন্দে নাচাও এ নিরানন্দ মনে।।
অন্তরালে লুকি, থাক নিরঞ্জন
হৃদপর্ন কুটিরে কর পদার্পণ
শ্রদ্ধা সুচন্দন, করিব অর্পন
এসে বস এই, চিত্ত সিংহাসনে।।
ব্রহ্মান্ডের কর্ত্তা, ব্রহ্ম সনাতন,
কি দিব তোমারে নাহি ভক্তি ধন
শক্তি দেও এবার, দু®কৃতি আমার
বিনাশিয়া ডাকতে পারি সর্বক্ষণে।।
ডাকি হে তোমারে এস এই আসরে
তব রাতুল পদ পূঁজিব  সাদরে
দীবনবন্ধু কয়, হরি দয়া ময়,
দেখা দেও আমায় শান্তি সু-মিলনে।।
 
রাগিনী বিরলা
১৪৪তাল কাওয়ালী
হস্তপদ বন্দী করে দরবারেতে নিয়া
মন তোরে মার খাওয়াব, গুরুর কাছে কৈয়া
কেন চল যুতে যুতে, সদা ঐ কু পথে,
গুরু কর্ম করিতে, কষ্ট যায় তোর হইয়া।।
 
ভ্রাতা ছয়জন নিয়ে সুযুক্তি করি,
জোর জুলুমে ধরে নিব গুরুর কাছারি
বিচার করি আইন মতে, দেয় যদি ঐ করণ পথে
হরি বলি ঘাটে পথে কাঁদবি আকুল হইয়া।।
 
জ্যেষ্ঠ গুরু ভ্রাতা হয়, অনুরাগ সন্ন্যাসী
জ্ঞান গুরুর ঐ বাম পার্শে, রয় সদা বসি
সে অনুরাগ শাসন চোটে, দুর্ব্বুদ্ধি তোর যাবে ছুটে,
বিচ্ছেদ গুরু ভগ্নির হাতে, যাবি দগ্ধ হইয়া।।
 
বিবেক নামে গুরু ভ্রাতা, আছে একজন,
সুশৃঙ্খল বেঁধে তোরে, করিবে পীড়ন
হিংসা নিন্দা করি নিধন, করবে তার মনের মতন
গুরু পদে হবি পতন, আসবি না আর ফিরিয়া।।
 
ভেবে দীনবন্ধু  বলে, ওমন বেপারী,
গোনার দিন সরিয়া যায়, বল হরি হরি
সরল পথে হাঁটা চাই, নৈলে তব নিস্তার নাই
তোরে চিনে নিশি দিনে, আছি ধৈর্য্য ধরিয়া।।
 
রাগিনী-লম্পট
১৪৫তাল খেমটা
মন মাঝি বলি তোমারে
পারি ধরে যেয়ো পারে অতি হুইসারে
এবার সাবধানে ধরিও পারি, মৈরনা ঘোলায় পরে।।
একেত বিপ্লব ঝটিকা আঁধার শর্বরী
অকুল ঘোর তরঙ্গ বহে দুরন্ত পাড়ি
যেয়ো সুযোগ চিনে, নাম স্মরণে, সু-সন্ধানে হাইল ধরে।।
শ্রদ্ধা পালে ভাবের মাস্তুল দাড়া করিয়ে,
অনুরাগের বাদাম টেনে থেকে বসিয়ে
যদি দয়া পবন উঠে তখন, নিঃসন্দেহে যাবি পারে।।
আনন্দে তরঙ্গ তরী, ঢেউয়ে ঢেউয়ে বাও,
রসের তরী রসাং দিয়ে ঐ রসে চালাও
যে জন রসিক সুজন গুরুর চরণ, সার করে সারাৎ সারে।।
মধ্য রাতে তরী নিয়ে হাইল চাপিয়ে রও,
মন প্রাণ সমর্পিয়ে, গুরুর পদে ধ্যেও
তবে পারে যাবি রূপের ছবি দেখবি দীনা সাদরে।।

শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুরের আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন। হরিবোল।
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free