মতুয়া দর্শন
শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সমাজ
মতুয়া মত সত্য পথ

সংগঠনের কার্যক্রম

“শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া সমাজ” সংঘের ভার্চুয়াল অনলাইন মিটিং ০৪-০৭-২০২১ইং রোজ রবিবার রাত ৯ টায় থেকে রাত ১১ তা পর্যন্ত অনুষ্ঠিত হয়, সার্বিক বিবেচনায় ও রাত গভীর হওয়ার জন্য পরবর্তী সময় মিটিং আহ্বান করার প্রতিশ্রুতি জানিয়ে মিটিং স্থগিত রাখা হয়। তার ধারাবাহিকতায় ০৬-০৭-২০২১ ইং তারিখে রোজ মঙ্গলবার রাত ৮ঃ ৩০ মিনিট থেকে রাত ১১ তা পর্যন্ত মিটিং সম্পান্ন হয়।

উক্ত সভার সম্মানিত উপদেষ্টা, নির্বাহী বর্তমান কার্য নির্বাহী পরিষদ ও সকল সাধারণ সদস্যদের গঠনমূলক আলোচনায় কার্য নির্বাহী সভাপতি সবার মতামতে নিম্ন লিখিত বিষয়ে সিদ্ধান্তে উপনীত হনঃ
মিটিং এর বিষয় ও সিদ্ধান্ত সুপারিসঃ
১) সংঘের কার্যক্রম বেগবান করা ও নতুন সদস্য বাড়ানো ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ নির্নয়।
সিদ্ধান্ত: সংঘের নির্বাহী সদস্যরা নিজ উদ্দেগে নতুন সদস্য বাড়াবে, পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত হিসাবে কোষাধ্যক্ষ পদ সাংগঠনিক সম্পাদক পালন করবে।
২) সংগঠনের নিবন্ধন প্রসঙ্গে আলোচনা ।
সিদ্ধান্ত: সভাপতি মহাশয় বাংলাদেশে আসার পর করা হবে, তবে তার আগে কি কি ডকুমেন্ট সংগ্রহ হবে তা সমীরণ মণ্ডল মহাশয় ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিদ্যুৎ মজুমদার আমাদের ১০ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবেন।
৩) কেন্দ্রীয় কমিটির অনুষ্ঠানের তারিখ নির্ধারণ।
সিদ্ধান্ত: সংগঠনের গঠনতন্ত্রের ২১ ধারা অনুযায়ী হবে। এর সাথে বিভিন্ন অঞ্চলের সংগঠনের মতুয়া প্রতিনিধির অনুষ্ঠান এর সাথে যৌথ আয়োজনে বাৎসরিক সভা অনুষ্ঠিত হবে।
৪) মাসিক চাঁদা নির্ধারণ।
সিদ্ধান্ত: সদস্য ভর্তি ফি- ২০০ টাকা। সদস্যের মাসিক চাঁদা ১০০ টাকা তবে অস্বচ্ছল যারা (যেমন, শিক্ষার্থী ও অন্যান্য)- ৫০ টাকা।
যাহা চলতি মাস থেকে কার্যকর করা হল।
আজীবন সদস্য ফি- ৭০০০ টাকা।
৫) মাসিক মিটিং আহবান ও বিষয় ভিত্তিক আলোচনা।
সিদ্ধান্ত: কার্যনির্বাহী পরিষদের সভা সাধারণত ৭ (সাত) দিনের নোটিশে ৩ (তিন) মাসে একবার অনুষ্ঠিত হবে। এছাড়া সভাপতি অথবা সভাপতির অনুমোদনক্রমে সাংগঠনিক সহসভাপতি ২৪ (চব্বিশ) ঘন্টার নোটিশে কার্যনির্বাহী পরিষদের জরুরী সভা আহ্বান করতে পারবেন। নির্বাহী পরিষদের মোট সদস্যের এক তৃতীয়াংশের উপস্থিতিতে কোরাম হবে এবং সভা অনুষ্ঠান করা যাবে। এছাড়াও নির্বাহী কমিটি প্রতিমাসে অন্তত একবার অনলাইনে সভা করবে।

“শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া সমাজ” সংঘের ভার্চুয়াল অনলাইন মিটিং ২৩-০৮ -২০২১ইং রোজ সোমবার রাত ৯.৩০ টায় থেকে রাত ১১ তা পর্যন্ত অনুষ্ঠিত হয়।


উক্ত সভার সম্মানিত উপদেষ্টা, নির্বাহী বর্তমান কার্য নির্বাহী পরিষদ ও সকল সাধারণ সদস্যদের গঠনমূলক আলোচনায় কার্য নির্বাহীগণ সবার মতামতে নিম্ন লিখিত বিষয়ে সিদ্ধান্তে উপনীত হন।
১) সংগঠনের নিবন্ধন প্রসঙ্গে আলোচনা
ক) পূর্বের কাউন্সিলের প্রয়োজনীয়তা রেজুলেশন গুলোকে বই আকারে একত্রিত করার জন্য বর্তমান নির্বাহী পরিষদ এর সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠাকালীন শিক্ষা ও গবেষণা সম্পাদক দ্বায়িত্ব পালন করবে।
খ) সমাজকল্যাণ মন্ত্রনালয়ের ওফিস থেকে নিবন্ধন ফর্ম চেকলিস্ট সংগ্রহ ও আলোচনার দ্বায়িত্ব পালন করবেন সংগঠন এর সাধারণ সদস্য মতুয়া শ্রী সমিরণ মন্ডল।
গ) জমি রেজিস্ট্রার এর সার্বিক ব্যবস্থায় তত্ত্ব সংগ্রহ ও উপস্থাপন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া শ্রী বিদ্যুৎ মজুমদার।
ঘ) জমি রেজিস্ট্রার ও নিবন্ধন বাবদ ২০,০০০ টাকার খরচের হিসবের খসড়া প্রস্তুত করা হয়, যার অর্থ বর্তমান নির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যরা এককালীন প্রদান করবে। যা ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষকে অতি শিগ্রহ সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হলো।
২) সমসাময়িক ঘটনার বিষয় ভিত্তিক আলোচনা।
ক) বাংলাদেশ ও ভরতের তথা বিশ্বের বিভিন্ন অঞ্চলের সনাতনী ভাবাদর্শের বিভিন্ন মত-পথের উপর মৌলবাদ ও সন্ত্রাসী হামলার ঘটনা নিন্দা প্রস্তাব করা হয়।
খ) এই বিষয়ের উপর প্রতিবেদন ও ভিডিও অডিও প্রকাশ করতে আরো সোচ্চার হতে শিক্ষা ও গবেষণা সম্পাদক শ্রী নয়ন গোলদার মহাশয়ের কতৃক প্রকাশিত "মতুয়া বার্তা" অনলাইন প্রত্রিকা/ টিভিতে অনুরোধ করা।
৩) বিবিধ
ক) চাঁদা সংগ্রহের বিষয়ে আরও বেশি তৎপর হতে ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষকে নির্দেশ প্রদান করা হলো আগামী মিটিং এর আগেই প্রতিবেদন নির্বাহী গুরুপে প্রকাশ করতে বলা হলো।
খ) সংগঠন এর সংবিধান সংশোধন বিষয় সংগঠনের গুরুপে আলোচনা করার জন্য পদক্ষেপ নির্বাহী সম্পাদক মহাশয় ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শ্রী পিন্টু কুমার মন্ডল ও মহিলা সম্পাদিকা শ্রীমতি নিবেদিতা ঢালী, শ্রীমতি রুপা বৈরাগী ও সাধরণ সদস্য সমীরণ মন্ডল দ্বায়িত্ব পালন করতে অনুরোধ করা হলো।
গ) সংগঠনকে আরও প্রাণ চঞ্বল করতে নতুন সদস্য বাড়াতে প্রচার সম্পাদক বিকম মন্ডল ও সহ- প্রচার সম্পাদক শ্রী বিশ্বজিৎ বালা বিটু কে নির্দেশ দেওয়া হলো।
ঘ) উক্ত সিদ্ধান্ত সমুহের রিপোর্ট গ্রহনের ও দিক ভালের দ্বায়িত্ব পালন করবেন সাধারণ সম্পাদক মহাশয়।

শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া সমাজ” সংঘের ভার্চুয়াল অনলাইন মিটিং ০৭-১০-২০২১ইং রোজ বশপতিবার রাত ৯.০০ টায় থেকে রাত ১১.১৫ তা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

উক্ত সভার সম্মানিত নির্বাহী বর্তমান কার্য নির্বাহী পরিষদ ও সকল সাধারণ সদস্যদের গঠনমূলক আলোচনায় কার্য নির্বাহীগণ সবার মতামতে নিম্ন লিখিত বিষয়ে সিদ্ধান্তে উপনীত হন।
১) ক) সংগঠন এর গুরুপে সাপ্তাহিক গ্রন্থ আলোচনা করতে সকল সদস্যদের নির্দেশনা প্রদান করেন হলো।
গ্রন্থাধ্যায়ন কার্যক্রম কে নিয়মানুবর্তী করতে আপাতত ৬ সদস্যদের দ্বায়িত্ব পালন করবেন। ১। বিশ্বজিৎ বালা বিটু, ২। সমীরন মন্ডল, ৩। বিদ্যুৎ মজুমদার, ৪। জুরিখ মন্ডল,৫। উত্তম কুমার নাগ, ৬। গৌতম মণ্ডল।
এই বিষয়ে দিক ভালের জন্য দ্বায়িত্ব পালন করবেন মিঠুন কুমার মিস্ত্রি।
খ) নিয়মিত গুরুপ পোস্ট করতে নির্দেশনা দেওয়া হলো।
মতুয়া মতাদর্শ নিয়ে গঠনমূলক পোস্ট দিতে প্রচার সম্পাদক বিকম মণ্ডল এর সাথে দ্বায়িত্ব পালন করবে বিপ্লব গাইন, জুরিখ মন্ডল, সৌরভ রায়, বিদ্যুৎ মজুমদার।
গ) বর্তমান প্রজন্মের মতুয়া সমাজের মধ্যে নিবিড় যোগাযোগ বৃদ্ধি করতে সংগঠন এর সদস্যদের তত্ত্ব সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হলো। যে বা যিনি যেখানে অবস্থান করছেন সেখানে বা স্থায়ীভাবে বসবাস করা অঞ্চলের মতুয়া বর্তমান প্রজন্মের বর্তমান ভাবাদর্শের মূল্যায়ন করে, তা আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে জানাতে অনুরোধে করা হলো। আমরা আমাদের সক্ষমতায় যতটুকু সম্ভব পদক্ষেপ গ্রহণ করব।
ঘ) তত্ত্ব সংগ্রহ লিংক তৈরী করতে প্রতিষ্ঠাকালীন সদস্য ব্রজেন্দ্রনাথ সরকার মহাশয় কে অনুরোধ করা হলো।
২। সংগঠনের নিবন্ধন প্রসঙ্গে আলোচনা
ক) নিবন্ধন এর জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে বিপ্লব গাইন মহাশয়কে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে অনুরোধ করা হলো।
৩) বিবিধ
ক) খুলনা আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তার ইস্যুকৃত চিঠি প্রসঙ্গে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক শুধুমাত্র জন্মসূত্রে ব্রাহ্মণদের পুরোহিত প্রশিক্ষণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে “শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া সমাজ” নির্বাহী পরিষদ এই চিঠির বর্নবাদ মনোভাব লালন পালনের জন্য নিন্দা প্রস্তাব গ্রহীত হলো। এবং এই বর্নবাদ মনোভাব নির্মূল করতে অ্যাডভোকেট উৎপল বিশ্বাস ও বিশ্ব মতুয়া পরিষদ এর সভাপতি হরপ্রসাদ বাগচি ও অন্যান্য অঞ্চলের সংগঠন সদস্যদের, বর্ণবাদ বিরোধী সংগঠন সমূহের সমন্বয়কারী গ্রহীত পদক্ষেপের সমার্থন প্রদান করে। এবং এই বিষয়ে পরবর্তী মিটিংয়ে এই বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণ বিষয়ক সিদ্ধান্ত নেওয়া হবে।

শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুরের আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন। হরিবোল।
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free