মতুয়া দর্শন
শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সমাজ
মতুয়া মত সত্য পথ

মহা-মহাপ্রভু হরিচাদেঁর সপ্তম আজ্ঞাঃ (পদ্য)

মহা-মহাপ্রভু হরিচাদেঁর সপ্তম আজ্ঞাঃ

পরধর্ম প্রতি, সম অনুভুতি, প্রকাশিতে নিও শিক্ষা।

জগতের মাঝে আছে বহু ধর্ম মত।
সাধুগণে বলে, যত মত তত পথ।
সব ধর্ম সারমর্ম মূলে ভিন্ন নয়,
সত্য নীতি, প্রেম প্রীতি, সর্ব ধর্মে রয়।
কিবা হিন্দু, কিবা বৌদ্ধ, ব্রাহ্মের বিধান,
জৈন, শিখ, পারসিক, অথবা খৃষ্টান।
ইসলাম, জড়বাদী, ইহুদি ধর্মেতে,
মূলে এক, বহুরূপ দেখি বাহিরেতে।
একই পরম ব্রহ্ম, সর্ব ধর্মে বলে,
বহুরূপে প্রকাশিয়া বলে সুকৌশলে।
সর্ব ধর্মে পাপ হতে করে সাবধান ।
হিংসা, দ্বেষ দূর করা সবার বিধান।।
মানবের কল্যাণের পথ নির্দেশিয়া,
নানাবিধ ধর্ম মত আছে প্রকাশিয়া।।
সকল মানুষ মোরা ঈশ্বর সন্তান।
ধর্ম নিন্দা দূর হলে, জাগে এই জ্ঞান ।।

যথা ধর্ম তথা জয়, শাস্ত্রের বারতা।
ধর্ম নিন্দা হলে হয়, অধর্মের কথা।।
অতএব ধর্ম নিন্দা কভু না করিবে।
সর্ব ধর্মে শ্রদ্ধাভাব, যতনে শিখিবে।।
অপরের ধর্ম নিন্দা, ঘৃণা কর দূর।
সর্ব জীবগণে হোক প্রীতি সুমধুর ।।
ঈশ্বরের প্রতি থাকো সদা অনুগত।
মনের কলুষ কালি হবে দূরীভূত ।।
যেবা এই নীতি মানে , সেই তো ধার্মিক।
ধার্মিকের ধর্ম নিন্দা, কভু নহে ঠিক।।
সর্ব ধর্মে সম শ্রদ্ধা করে যেই জন।
সকলের শ্রদ্ধা প্রীতি করে আকর্ষণ।।
ভেদাভেদ জ্ঞান তার কভু নাহি থাকে।
সাধু আর সমুন্নত লোকে জানে তাকে।।
গুরুজী নানক আর কবীর সুজন,
শ্রীচৈতন্য, হরিদাস, মহোন্নত মন।
রামকৃষ্ণ, শ্রীলোচন, কবি রসরাজ, 
সর্ব ধর্মে সম শ্রদ্ধা, তাহাদের কাজ।।
প্রেমময় হরিচাদঁ, গোঁসাই গোলোক, 
ভগবান গুরুচাদঁ দিলেন আলোক।
মানবের হিংসা পাপ করিবারে দূর,
মানুষে মানুষে দিতে মিলনের সুর।
মনের কালিমা রাশি করিবারে ক্ষয়,
সুমধুর নীতি গাঁথা গাহে দয়াময় ।
ভেদাভেদ অজ্ঞানতা দূরে যাবে ভাই।
এসো সবে প্রেমানন্দে হরি গুণ গাই।।
করুণা নিলয় প্রভু, পূর্ণব্রহ্ম হরি।
তাঁহার চরণে মোরা প্রণিপাত করি।।


 
শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুরের আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন। হরিবোল।
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free