মতুয়াবাদ তথা মতুয়াদের জন্য অশনি সংকেত- পর্ব-৫
মতুয়াবাদ তথা মতুয়াদের জন্য অশনি সংকেত- পর্ব-৫
মতুয়াদের আভ্যন্তরীণ কলহ
মতুয়াদের মধ্যে সামাজিক অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠানের পদ্ধতি নিয়েও দ্বিমত সৃষ্টি হয়েছে। মতুয়াদের নাকি একটি আলাদা বিবাহ পদ্ধতি রয়েছে। এবং ফেচবুক খুললে দেখা যায়, কিছু কিছু মতুয়া নাকি এই মতুয়া পদ্ধতিতে বিবাহ করেছেন বা দেখেছেন। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তেমন কোন উত্তর পেলাম না। কি সেই মতুয়া পদ্ধতি।
শ্রীশ্রী হরিলীলামৃতে মোটামুটি তারক চাঁদের বিয়ের ঘটনা একটু বিশদ বর্ণনা আছে। আর কোন বিয়ের বর্ণনা বিশদ নেই। এবং তারক চাঁদের বিয়ে হরিচাঁদ ঠাকুরের তত্ত্বাবধানে হয়েছিল। কিন্তু ওখানে ত সব প্রচলিত রীতিনীতি পালন করার কথাই বলা হয়েছে। বিশেষ কোন বিধানের কথা বলা হয়নি। তারপর গুরুচাঁদ ঠাকুরের বিবাহের কথা আছে, ওখানেও তেমন কিছু বলা হয়নি। তাহলে মতুয়াদের নতুন পদ্ধতিটি কে, কবে, এবং কিভাবে, কার সাহায্যে নির্ণয় করলেন। জানতে বড় ইচ্ছা হয়।
সনাতন মতে বিবাহ একটি পুজার তুল্য। হ্যা। মতুয়াদের মতে নিজের পূজা নিজে করা উচিৎ। কিন্তু নিজের বিবাহ ত আর নিজে পড়াতে পারবে না। সে ক্ষেত্রে অন্য কোন মতুয়া করতে পারে। কিন্তু পদ্ধতিটি কি? প্রচলিত পদ্ধতি, নাকি নতুন কোন পদ্ধতি। এ নিয়ে মতুয়াদের মধ্যে রয়েছে বিস্তর মতবিরোধ।
এ বিষয়ে অবশ্যই বিজ্ঞ মতুয়ারা চিন্তা ভাবনা করবেন।
আজ এ পর্যন্ত। আগামী পর্বেও মতুয়াদের আভ্যন্তরীণ কলহ সম্পর্কে নতুন কোন বিষয়ে আলোচনা করা হবে।
হরিবোল।