কবি রসরাজ বন্দনা
কবি রসরাজ বন্দনা
----- শ্রীভগবান চন্দ্র বিশ্বাস
প্রণমি হে কবিবর! কবিরত্ন সুধাকর, রসরাজ তারক গোঁসাই !
মতুয়া রতন মণি, সুমধুর কাব্য খনি, বিরচিলা যাঁর তুল্য নাই।।
শ্রীশ্রী হরিলীলামৃত মহাগ্রন্থ সুললিত, কীর্তি তব অমর মহান।
মৃত্যুঞ্জয় দশরথ, নির্দেশিলা তোমা পথ, শ্রীগোলক কৈল আজ্ঞা দান।।
তুমি ধীর সুগম্ভীর, হরি প্রেমে নতশির, হরিভক্ত তব প্রিয় হয়।
গুরুচাদঁ শ্রীবদন, হীরামন শ্রীলোচন, সর্বজনে মান্য অতিশয় ।।
সর্বশাস্ত্রে সুপণ্ডিত, প্রেম ভক্তি সুমণ্ডিত, হরিচাদঁ নিত্য ধ্যান যাঁর ।
অনাদি কালের কবি, মতুয়া সাহিত্যে রবি, শ্রীতারক পদে নমস্কার ।।