জিজ্ঞাসা-৩
শ্রীশ্রীহরিলীলামৃত এর ১৯ তম সংস্করণে (শ্রীধাম ওড়াকান্দি থেকে প্রকাশিত) * মার্ক করে "শ্রীসুধন্যচাঁদ চরিত্র সুধা" একটি অনুচ্ছেদ যুক্ত আছে। এখানে * মার্ক এর অর্থ হল এটি অনুচ্ছেদটি মূল শ্রীশ্রীহরিলীলামৃতে ছিল না, পরে যোগ করা হয়েছে।
যাই হোক। পরে যুক্ত হোক বা আগে যুক্ত হোক এর মধ্যে একটি বিষয় উল্লেখ করা হয়েছে। আমি আগে উক্ত অনুচ্ছেদের বিশেষ অংশটুকু তুলে দেই।
শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন বহু গ্রন্থ রচি।
সর্ব কর্মে সম পটু যেন সব্যসাচী।।
শ্রীশ্রীহরিঠাকুরের অপূর্ব জীবনী।
লিপিবদ্ধ করেছেন জ্ঞান রত্ন খনি।।
একদা নিশীথ কালে লিখিতে লিখিতে।
বহু রাত্র কেটে গেল দেখিতে দেখিতে।।
ঠাকুরের নাম স্মরি করেন শয়ন।
সহসা আলোকরশ্মি ধাঁধিল নয়ন।।
দিব্য গন্ধ দিব্য জ্যোতিঃ পরিপূর্ণ কক্ষ।
মহাভাবে পুলকিত কম্পমান বক্ষ।।
কোনদিন কোন মাল্য দিতেন না গলে।
হেরিলেন দিব্য মাল্য কণ্ঠে তার দোলে।।
ভক্ত শিরোমণি সাধু মহা পুণ্যবান।
ঠাকুরের অনুগ্রহে লভে দিব্য জ্ঞান।।
এইমত বহুলীলা করি মহীতলে।
রথযাত্রা দিবসেতে স্বর্গে যান চলে।
তেরশ পঁয়ত্রিশ সাল পাঁচই আষাঢ়।
রথযাত্রা ধুমধাম অতি পুণ্যকর।।
স্বর্গ হ’তে আসি রথ ভক্তে যায় লয়ে।
শ্রীপতিচাঁদের চক্ষে অশ্রু যায় বয়ে।।
এই অংশের মধ্যে দুটো লাইন লক্ষ্য করুণ।
"শ্রীশ্রীহরিঠাকুরের অপূর্ব জীবনী।
লিপিবদ্ধ করেছেন জ্ঞান রত্ন খনি।।"
এখানে স্পষ্ট যে, শ্রীসুধন্যচাঁদ ঠাকুর শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী লিখেছেন। কিন্তু এই জীবনী গ্রন্থ কি প্রকাশিত হয়েছে? যদি প্রকাশিত হয়ে থাকে তবে কোথায় পাওয়া যাবে, তার সন্ধান চাই। আর যদি প্রকাশিত না হয়, তবে প্রকাশের দাবী করছি অথবা পাণ্ডুলিপি কোথায় আছে তা প্রকাশ করা হোক।
হরিবোল হরিবোল হরিবোল হরিবোল