মতুয়া দর্শন
শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সমাজ
মতুয়া মত সত্য পথ

শ্রীশ্রী হরিচাদেঁর দ্বাদশ আজ্ঞা (পদ্য)

শ্রীশ্রী হরিচাদেঁর দ্বাদশ আজ্ঞা
----- শ্রীভগবান চন্দ্র বিশ্বাস (ছন্দ গঠনে)

1- সদা সত্য বলো, সৎ পথে চলো, সত্যের করো সাধন।
2- পর নারী প্রতি, রাখিও ভকতি, জননী তুল্য ধারণা।।
3- মাতা পিতা গুরু, তথা হ'তে শুরু, করিবে ভক্তি শিক্ষা ।
4- জগতের জীবে, প্রেম আচরিবে, লইবে প্রেমেতে দীক্ষা ।।
5- জাতি ভেদ জ্ঞান, জানিও অজ্ঞান, সাধুজনে হবে নত।
6- সাধনার বলে, ষড় রিপু দলে, সবে কর বশীভূত ।।
7- পর ধর্ম প্রতি, সম অনুভূতি, প্রকাশিতে নিও শিক্ষা ।
8- বহিরঙ্গ শোভা, নহে মনোলোভা, হৃদয়ে ধর্মের দীক্ষা ।।
9- কাজ ক'রো হাতে, হরিনাম সাথে, মুখে জপ ত্যজি লাজ।
10- করো ঘরে ঘরে, হৃদয় বাহিরে, হরি মন্দিরের কাজ।।
11- প্রতি দিবসেতে, হরি প্রেমে মেতে, প্রার্থনা করিও সবে।
12- জগৎ ঈশ্বরে, আত্মদান করে, চির ধন্য হয়ে র'বে।।


শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুরের আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন। হরিবোল।
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free