দ্বাদশ আজ্ঞার প্রশস্তি।। (পদ্য)
দ্বাদশ আজ্ঞার প্রশস্তি।।
শ্রীহরি ঠাকুর পুণ্য ওড়াকান্দি ধামে,
অবতীর্ণ কলিশেষে হরিচাদঁ নামে।
জগতের পাপ রাশি করিবারে দূর,
মানুষে মানুষে দিতে মিলনের সুর।
মনের কালিমারাশি করিবারে ক্ষয়,
সর্বজন কল্যাণের হেতু দয়াময়।
দ্বাদশ বিধান দিলা ধর্ম ভিত্তিমূল,
মানিবে সকলে নীতি হইয়া ব্যাকুল।
প্রকৃত মতুয়া তিনি, যেবা নীতি মানে,
নীতি বিনা ধর্ম নাহি, সর্বজনে জানে।।
আদর্শ গার্হস্থ্য ধর্ম, অতি সুকঠিন,
দ্বাদশ বিধান যেবা মানে প্রতিদিন,
সহজেই হবে তার ধর্ম রক্ষা কাজ,
সমাদর পাবে সেই বহু লোক মাঝ।
গৃহবাসে ধর্ম কর্ম এই নীতি বলে,
ধর্ম, কর্ম, মোক্ষ, পুণ্য, সর্বফল ফলে।
সর্ব ধর্ম মূলনীতি, সর্ব ধর্ম সার,
দ্বাদশ বিধানে আছে শুনো সমাচার।
বিভেদ বিদ্বেষ বিষ হবে চির নাশ,
দ্বাদশ বিধানে আছে শান্তির বিকাশ।
1-
সকল করমে আর বচনে মননে,
সত্যনিষ্ঠ হও সবে জীবনে মরণে।
2-
পরনারী মাতৃতুল্য জানিবে সদাই,
3-
মাতা পিতা মান্য জেনে ভক্তি করা চাই।
4-
জগতের সর্বজীবে, প্রেম করো দান,
শিব জ্ঞানে জীব সেবা, সে হেতু বিধান।
5-
জাতিভেদ অজ্ঞানতা দূর করো ভাই,
6-
সাধনায় ষড়রিপু বশে রাখা চাই।
7-
অপরের ধর্ম নিন্দা কভু না করিবে,
8-
বাহ্য অঙ্গে সাধু বেশ কভু না ধরিবে,
অন্তরেতে সাধু হও, বাহিরেতে নয়,
সৎকর্ম আচরণে সবে সাধু হয়।
9-
হাতে কাজ, মুখে নাম সতত করিবে,
10-
মনে আর গৃহকোণে মন্দির গড়িবে।
মনের মন্দিরে হোক হরি অধিষ্ঠান,
ব্যাকুল হৃদয়ে গাহো হরিগুণ গান।
11-
প্রতিদিন সকলের কল্যাণের তরে,
বিনীত প্রার্থনা করো, পবিত্র অন্তরে।
12-
জগৎ ঈশ্বরে করো স্বীয় চিত্ত দান,
অহঙ্কার, স্বার্থ চিন্তা হোক অবসান।
বিশ্ব শান্তি, বিশ্ব প্রেম, দ্বাদশ বিধানে,
বন্দনা করিব মোরা, যেবা ইহা মানে।
হরিচাদঁ সন্নিধানে শুভ যাচি তার,
মতুয়া মহর্ষি জ্ঞানে করি নমস্কার।।